টুইটার থেকে নেওয়া।
স্ত্রীর অন্ত্যেষ্টি প্রক্রিয়া চলাকালীন মৃত্যু হল স্বামীর। টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল পেশায় শিক্ষিকা ইরমা গার্সিয়ার। বৃহস্পতিবার তাঁরই অন্ত্যেষ্টিতে ফুল দেওয়ার পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন স্বামী জো। সেখানেই পড়ে যান এবং তাঁর মৃত্যু হয়।
টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া-সহ দুই শিক্ষিকার মৃত্যু হয়। মৃত শিক্ষিকাদের মধ্যে ছিলেন ইরমাও। ২৪ বছরের জীবনসঙ্গীনিকে হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জো। শেষ পর্যন্ত অন্ত্যেষ্টির দিনই শেষ হল জো-র পথ চলাও।
EXTREMELY heartbreaking and come with deep sorrow to say that my Tia Irma’s husband Joe Garcia has passed away due to grief, i truly am at a loss for words for how we are all feeling, PLEASE PRAY FOR OUR FAMILY, God have mercy on us, this isn’t easy pic.twitter.com/GlUSOutRVV
— john martinez ❤️🔥 (@fuhknjo) May 26, 2022
চিকিৎসকেরা বলছেন, ডাক্তারি পরিভাষায় এর নাম ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’। ব্রিংহ্যামের হৃদরোগ বিশেষজ্ঞ দীপক ভট্ট বলেন, ‘‘সাধারণত কোনও ভয়ঙ্কর দুঃসংবাদ পাওয়ার পরই এই ধরনের হৃদরোগ দেখা দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তা দিন দুয়েক পরেও হতে পারে। কারণ, দুঃসংবাদটি হজম করার জন্যেও খানিকটা সময় লাগে। মনে হচ্ছে জো-এর ক্ষেত্রে তেমনটাই হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy