লন্ডনের এক বিলাসবহুল হোটেলের ঘর। সেই ঘরের ভিতর চায়ের আড্ডা জমে উঠেছে দুই মহিলার। সূর্যাস্তের সময়। কিন্তু দুই মহিলার আড্ডা তখনও ফুরোয়নি। হেসেখেলে নানা বিষয় নিয়ে কথোপকথন চলছিল তাঁদের। আড্ডার মাঝে আবার একে অপরকে উপহারও দিলেন তাঁরা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। চলতি বছরের ১৩ নভেম্বর ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ মহিলা রুমেসা গেলগি এবং সবচেয়ে কম উচ্চতাবিশিষ্ট মহিলা জ্যোতি আমগেকে। গিনেস রেকর্ড সূত্রে খবর, রুমেসার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি। জ্যোতির উচ্চতা ২ ফুট ৭ ইঞ্চি। দুই মহিলার উচ্চতার পার্থক্য ৫ ফুটের। গিনেস বুকে নাম তুলে দু’জনেই উচ্চতার দিক থেকে আলাদা ভাবে নজির গড়েছেন। চলতি মাসেই প্রথম দেখা হল রুমেসা এবং জ্যোতির। লন্ডনের বিলাসবহুল হোটেলের একটি ঘরে দু’জনে দেখা করেন। চায়ের আড্ডা জমে ওঠে তাঁদের। চায়ের পাশাপাশি পাতে ছিল নানা স্বাদের পেস্ট্রিও।
রুমেসা এবং জ্যোতির প্রথম আলাপের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়ো দেখার পর নেটাগরিকদের অধিকাংশ তাতে ভালবাসা এঁকে দিয়েছেন। এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘দু’জনকে এ ভাবে একসঙ্গে দেখে খুবই ভাল লাগছে।’’