নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা খবর, পাড়ার এক যুবকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, ওই যুবক নাবালিকাকে স্থানীয় একটি স্কুলের পিছনে নিয়ে বন্ধুদের মদের আসরে নিয়ে গিয়েছিল। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয়।
পরিবার সূত্রে খবর, নাবালিকা বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায় মাকে। এর পরেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয় বলে খবর পুলিশ সূত্রে।