Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গুগলের ডুডলে নতুন লোগো!

লোগো পরিবর্তন করে নতুন সাজে সাজল গুগল। বুধবার থেকেই এই সার্চ ইঞ্জিনের নয়া লোগো চালু হল। এ দিন গুগল খুললেই একটি অসাধারণ ডুডল দেখা যাচ্ছে। একটি হাত মুছে দিচ্ছে পুরনো লোগো। তার পর রঙিন পেন্সিল দিয়ে লিখে দিচ্ছে গুগল শব্দটির প্রতিটি অক্ষর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২১
Share: Save:

লোগো পরিবর্তন করে নতুন সাজে সাজল গুগল। বুধবার থেকেই এই সার্চ ইঞ্জিনের নয়া লোগো চালু হল। এ দিন গুগল খুললেই একটি অসাধারণ ডুডল দেখা যাচ্ছে। একটি হাত মুছে দিচ্ছে পুরনো লোগো। তার পর রঙিন পেন্সিল দিয়ে লিখে দিচ্ছে গুগল শব্দটির প্রতিটি অক্ষর। লাল, হলুদ, সবুজ, নীল— চার রঙে তৈরি হয়ে যাচ্ছে নতুন লোগো। ১৯৯৮ থেকে এই সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু হয়। তার পর এই নিয়ে মোট সাত বার লোগো পরিবর্তন করা হল। এক নজরে দেখে নেওয়া যাক গুগলের লোগো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১) এই প্রথম ডুডলের মাধ্যমে লোগো পরিবর্তন করল গুগল।

২) গুগলের লোগোতে শিশুপাঠ্যের প্রিন্টের সঙ্গে মিল রয়েছে। ব্যবহার করা হয়েছে জ্যামিতিক নকশাও।

৩) গুগল শব্দের শেষ অক্ষর ‘e’ আগের মতোই একটু বেঁকিয়ে ডিজাইন করা হয়েছে।

৪) নতুন লোগোতে ব্যবহার হয়েছে নতুন ফন্ট।

৫) এর আগে মোবাইল ব্যবহারকারীরা একটু অন্য ভাবে গুগলের লোগো দেখতে পেতেন। এ বার থেকে সব ফরম্যাটেই সমান ভাবে দেখা যাবে।

৬) নতুন লোগোতে লাল, হলুদ, সবুজ রঙের ওপর জোর দেওয়া হয়েছে।

৭) লাল, হলুদ, সবুজ, নীল চার রঙের বিন্দু দিয়ে তৈরি প্রথম ‘G’ অক্ষরের মধ্যে এই চারটি রংই রয়েছে। ওই অক্ষরটি স্ক্রিন থেকে মিলিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে নতুন লোগোটি।

অন্য বিষয়গুলি:

google doodle logo mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE