Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International News

সবিতাই প্রতিবাদের মুখ

সবিতা হালাপ্পানাভার— ২০১২ সালে আইরিশ গর্ভপাত বিরোধী আইনের জালে ফেঁসে মারা যান ৩১ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। প্রতিবাদের ঝড় ওঠে তখনই। সম্প্রতি আরও কড়া হয়েছে আয়ারল্যান্ডের গর্ভপাত বিরোধী আইন।

সবিতা হালাপ্পানাভার

সবিতা হালাপ্পানাভার

সংবাদ সংস্থা
ডাবলিন শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৩:১১
Share: Save:

সবিতা হালাপ্পানাভার— ২০১২ সালে আইরিশ গর্ভপাত বিরোধী আইনের জালে ফেঁসে মারা যান ৩১ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। প্রতিবাদের ঝড় ওঠে তখনই। সম্প্রতি আরও কড়া হয়েছে আয়ারল্যান্ডের গর্ভপাত বিরোধী আইন। গর্ভপাত করাতে হলে লুকিয়ে বিদেশে পালানো ছাড়া কোনও উপায়ই রাখেনি সরকার, অভিযোগ বাসিন্দাদের। আগামী ২৫ মে ওই আইন বদলের দাবিতে গণভোট হবে। দেশের রাস্তাঘাট ভরে গিয়েছে হ্যাঁ-ভোটের পোস্টারে। ছ’বছর বাদে সেই সব পোস্টারে ফের ভেসে উঠেছে সবিতার মুখ। ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা সবিতাকে বাঁচাতে বারবার গর্ভপাত করানোর অনুরোধ জানিয়েছিল পরিবার। কিন্তু আয়ারল্যান্ডের মতো ক্যাথলিক দেশে ভ্রূণ বেঁচে থাকতে কিছুতেই গর্ভপাত করানো সম্ভব নয়, জানায় স্বাস্থ্য মন্ত্রক। মারা যান সবিতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE