Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International News

জইশের সঙ্গে যোগাযোগ রয়েছে, বলেই ফেললেন পাক বিদেশমন্ত্রী

সেই যোগাযোগ রেখে চলার আভাস অবশ্য শুক্রবারই দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী। বলেছিলেন, ‘‘মাসুদ আজহার (জইশ প্রধান) পাকিস্তানেই রয়েছেন। তবে তিনি এতটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরতে পারছেন না।’’ তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানা গিয়েছে।

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ছবি- এএফপি

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ছবি- এএফপি

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৩:২৭
Share: Save:

জইশ-ই-মহম্মদের মতো কট্টর সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ইসলামাবাদ। হ্যাঁ, পুলওয়ামা কাণ্ডের পরেও। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তা স্বীকার করে ফেললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। বললেন, ‘‘আমাদের এখানকার (পড়ুন, পাকিস্তান) আর ওদের (জইশ) চেনাজানা লোকজনের মাধ্যমেই সেই যোগাযোগটা রয়েছে।’’

সেই যোগাযোগ রেখে চলার আভাস অবশ্য শুক্রবারই দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী। বলেছিলেন, ‘‘মাসুদ আজহার (জইশ প্রধান) পাকিস্তানেই রয়েছেন। তবে তিনি এতটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরতে পারছেন না।’’ তাঁর ডায়ালিসিস চলছে বলেও জানা গিয়েছে।

কট্টর জঙ্গি মাসুদ আজহারের হালহকিকতও জানাচ্ছেন আবার জইশের মতো কট্টর সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলার কথাও স্বীকার করে ফেলছেন পাক বিদেশমন্ত্রী। অথচ, জইশ নিজে পুলওয়ামা কাণ্ডের দায় স্বীকার করার পরেও ওই ঘটনায় জইশের হাত রয়েছে, তা মানতে চাইছেন না কুরেশি।

বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বলেছেন, ‘‘এ ব্যাপারে সন্দেহ, সংশয় রয়েছে।’’ যাতে কোনও সংশয় না থাকে, তাই পুলওয়ামা কাণ্ডের পর বিন্দুমাত্র দেরি না করে জইশের মুখপাত্র মহম্মদ হাসান একটি বিবৃতিতে জানিয়েছিলেন, ‘‘ভারতীয় নিরাপত্তাবাহিনীর কয়েক ডজন গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে।’’ এও জানিয়েছিলেন, আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার জইশের সদস্য। পরে জইশের তরফে দারের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, দারের পিছনে টাঙানো রয়েছে জইশের পতাকা। এর পরেও পুলওয়ামা কাণ্ডে জইশের জড়িত থাকার ব্যাপারে পাক প্রশাসনের ‘সংশয় রয়েছে’ বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী।

দেখুন পাক বিদেশমন্ত্রী সেই সাক্ষাৎকার

আরও পড়ুন- মাসুদ পাকিস্তানেই, তবে অসুস্থ, মানল ইসলামাবাদ​

আরও পড়ুন- মুক্তির আগে অভিনন্দনের নতুন কী বয়ান রেকর্ড করাল পাকিস্তান?​

গতকাল যাঁর হালহকিকত জানিয়েছেন কুরেশি, সেই কট্টর জঙ্গি মাসুদ আজহারকে কেন গ্রেফতার করছে না ইসলামাবাদ, সেই প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘আমরা তো ভারতের কাছে তথ্যপ্রমাণ চেয়েছি। সেই সব পেলেই আমরা আদালতে যেতে পারি। তার পর আদালত যা বলবে, তাই করা হবে।’’

জইশের মতো আরও কোন কোন জঙ্গি সংগঠন পাকিস্তানের কোথায় কোথায় ঘাঁটি গেড়ে রয়েছে, তারা কোন পথ দিয়ে ঢুকে ভারতে হামলা চালাচ্ছে, তার খুঁটিনাটি জানিয়ে পাকিস্তানকে গতকালই একটি ডসিয়ার দেওয়া হয় ভারতের তরফে। কুরেশি বলেছেন, ‘‘সেটা (ডসিয়ার) আমরা খতিয়ে দেখছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE