(বাঁ দিকে) স্টেডিয়াম থেকে ঝুলছে বিড়াল। তাঁকে বাঁচালেন দর্শকরা (ডান দিকে)। ছবি সৌজন্য টুইটার।
স্টেডিয়ামে তখন দু’দলের লড়াই জমে উঠেছে। কিন্তু সেই লড়াই ছাপিয়ে দর্শকদের নজর কাড়ল একটি বিড়াল। স্টেডিয়ামের আপার ডেকের একটি সরু তারে ঝুলছিল সেটি। প্রাণপণে ওঠার চেষ্টা করছিল। দু’টি থাবা দিয়ে তারটিকে আঁকড়ে ধরে রেখেছিল বিড়ালটি। হঠাৎই একটি থাবা ফস্কে গেল। হইহই করে উঠলেন দর্শকরা। এই বুঝি পড়ল!
তত ক্ষণে বিড়ালের পড়ার পথের নিচে পতাকাকে চাদরের মতো মেলে ধরলেন কয়েক জন দর্শক। বিড়ালটি যেন ওই পতাকা মেলে ধরার অপেক্ষাতেই ঝুলছিল। পতাকা মেলে ধরতেই উপর থেকে আছড়ে পড়ল বিড়ালটি। তার প্রাণ বাঁচালেন দর্শকরা। ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

— Erin Elizabeth Health Nut News (@unhealthytruth) September 12, 2021
Cat falls from upper deck of Hard Rock Stadium in Hollywood Florida where I used to live, then caught in an American flag by fans below at tonight’s Miami Hurricanes-Appalachian State game. Really hope this little angel is OK. Anybody have an update? pic.twitter.com/LCXdyUxvUh
আমেরিকার ফ্লোরিডায় ৯/১১-এর ২০ তম বর্ষপূর্তিতে ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিল হার্ড রক স্টেডিয়ামে। মায়ামি হারিকেন্স এবং আলপাচিয়ান স্টেট-এর মধ্যে ম্যাচ চলাকালীনই এমন ঘটনা ঘটে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy