বাড়ির এক কোনায় বহু দিন পড়ে থাকা অ্যান্টিক পিয়ানো সারাতে গিয়ে তার ভিতর থেকে মিলল গুপ্তধন! ফেলুদার গল্প ‘সমাদ্দারের চাবি’র কথা মনে পড়ে যাচ্ছে কি? হ্যাঁ, খানিকটা সেই রকমই রোমাঞ্চকর।
ইংল্যান্ডের ওয়েলস ঘেঁষা কাউন্টি শ্রোপশায়ারের এই ঘটনা চমকে দিয়েছে অনেককে। খবরটা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোপশায়ারের এক বাসিন্দা তাঁর বাড়ির পুরনো পিয়ানোটিকে সারাতে দিয়েছিলেন। আর পিয়ানো সারাতে গিয়েই তার মধ্যে থেকে পাওয়া যায় বেশ মোটা সোনার পাত যা দেখতে অনেকটা দুমড়ে যাওয়া মুকুটের মতো। পিয়ানো সারাতে গিয়ে অপ্রত্যাশিত ভাবে গুপ্তধন হাতে পেয়ে প্রথমে স্তম্ভিত হয়ে যান পিয়ানোর মালিক। এর পর ওই গুপ্তধন নিয়ে ছুটে আসেন ব্রিটিশ মিউজিয়ামে। সেখানে পুরাতত্ত্ব বিভাগের পিটার রিভেলের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি খুলে বলেন। গোটা ব্যপারটা শুনে চোখ কপালে ওঠে পিটারের। ব্রিটিশ মিউজিয়ামের উদ্যোগে এই ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে যে তথ্য উঠে আসে তাতে আরও অবাক হয়ে যান পিটার। জানা যায়, ১৯০৬ সালে পিয়ানোটি তৈরি করে লন্ডনের ব্রডউড অ্যান্ড সন্স। তার পর পিয়ানোটিকে বিক্রি করে দেয় ইংল্যান্ডের এসেক্সের একটি দোকানে। এর পর ১৯০৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পিয়ানোটির আর কোনও খবর উদ্ধার করা যায়নি। ১৯৮৩-এ শ্রোপশায়ারের এক ব্রিটিশ পরিবার কিনে নেয় পিয়ানোটিকে (বর্তমানে এই পরিবারেই রয়েছে পিয়ানোটি)। কিন্তু পরিবারের কে কোথা থেকে এই পুরনো পিয়ানোটি কিনেছিলেন তাও জানা যায়নি।
ব্রিটিশ মিউজিয়ামে পুরাতত্ত্ব বিভাগের পিটার রিভেল জানান, “এর আগে এমন কিছু আমি কখনও দেখিনি!” তদন্তকারীদের ধারণা, ১৯০৬ থেকে ১৯৮৩-র মাঝামাঝি কোনও সময়েই এই সোনা লুকিয়া রাখা হয়েছিল এই পিয়ানোর মধ্যে। এই সোনার ইতিহাস হয়তো এই পিয়ানোর চেয়েও প্রাচীন।
আরও পড়ুন...
বড়সড় যুদ্ধ করতে হবে, পরমাণু যুদ্ধও হতে পারে: চিনা হুমকি আমেরিকাকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy