সিলিন্ডার বিস্ফোরণের পর চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।
চিনে ভরা রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত বহু। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া নিউজ এজেন্সি’। বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। তার পর শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।
নিংজ়িয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানের এই এলাকা রেস্তরাঁয় ভরা। ‘ড্র্যাগন বোট ফেস্টিভ্যাল’ উপলক্ষে আশপাশের আর পাঁচটি রেস্তরাঁয় মতোই ফুইয়াং নামের একটি বারবিকিউ রেস্তোরাঁতেও ভিড় জমিয়েছিলেন মানুষ। স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ রেস্তরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
বিস্ফোরণের পরই উদ্ধারে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধারকাজ শুরুর উপর জোর দেন। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশও দিয়েছেন শি। জানা গিয়েছে, আহতদের মধ্যে সাত জনের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে। দু’জন বিস্ফোরণের পর কাচ বিঁধে আহত হয়েছেন। সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন মনে করছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা অবশ্য চিনে নতুন কিছু নয়। এর আগে ২০১৫ সালে বন্দর শহর তিয়ানজ়িনে সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় প্রকাশ্যে এসেছিল বেশ কিছু গলদ। ৮ বছর বাদে আবারও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল চিনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy