Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Four Generations

এক ফ্রেমে রাজ পরিবারের চার প্রজন্ম, দেখুন কী করছেন সবাই মিলে

ছবিতে দেখা যাচ্ছে, ছ’ বছরের যুবরাজ জর্জ একটি পাত্রে হাতা দিয়ে পুডিংয়ের উপকরণ মেশাচ্ছে। আর এক পাশে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা প্রিন্স উইলিয়াম, অন্য পাশে দাদু প্রিন্স চার্লস ও বাবার ঠাকুমা রানি এলিজাবেথ। সবাই জর্জের দিকে তাকিয়ে দেখছেন এই খুদে ‘শেফ’ কী করছে।

পুডিং বানাচ্ছেন চার প্রজন্মের সদস্যরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

পুডিং বানাচ্ছেন চার প্রজন্মের সদস্যরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৬
Share: Save:

রাজ পরিবারের চার প্রজন্ম এক ফ্রেমে। সবাই মিলে বানাচ্ছেন পুডিং। ব্রিটিশ রাজ পরিবারে তরফে প্রকাশ করা হয়েছে এমন বেশ কয়েকটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে রানি এলিজাবেথ, যুবরাজ চার্লস, যুবরাজ উইলিয়াম ও যুবরাজ জর্জকে।

প্রথা অনুযায়ী ‘রয়্যাল ব্রিটিশ লিজিওন’-এর জন্য এই পুডিং তৈরি করা হয়। রয়্যাল ব্রিটিশ লিজিওন প্রবীণ সেনাদের সাহায্যকারী একটি সংস্থা। ১৯৫২ সাল থেকে এই সংস্থাকে সাহায্য করছেন রানি এলিজাবেথ। এই পুডিং তৈরির মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।

ছবিতে দেখা যাচ্ছে, ছ’ বছরের যুবরাজ জর্জ একটি পাত্রে হাতা দিয়ে পুডিংয়ের উপকরণ মেশাচ্ছে। আর এক পাশে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা প্রিন্স উইলিয়াম, অন্য পাশে দাদু প্রিন্স চার্লস ও বাবার ঠাকুমা রানি এলিজাবেথ। সবাই জর্জের দিকে তাকিয়ে দেখছেন এই খুদে ‘শেফ’ কী করছে।

আরও পড়ুন: লাইভ টিভিতে লটারির খবর কভার করতে গিয়ে নিজেই লটারি জিতলেন ইনি!

এটি ছাড়াও আরও কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ পরিবারের এই চার সদস্য ছাড়াও আরও কয়েক জন রয়েছেন।

আরও পড়ুন: ‘আপনার লজ্জা হওয়া উচিত’, প্রজ্ঞা ঠাকুরকে তোপ যাত্রীর, ভাইরাল ভিডিয়ো

রয়্যাল ব্রিটিশ লিজিওন ছাড়াও কয়েকটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ছবিগুলি পোস্ট হয়েছে।

অন্য বিষয়গুলি:

Viral Generation Christmas British
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE