ছবি পিটিআই।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গুলিবিদ্ধ হয়েছেন শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। পশ্চিম জাপানের নারা শহরে গুলি চালানোর খবর ঘটেছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কুশিদা।
রয়টার্স সূত্রে খবর, সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বন্দুক। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে।
安倍元首相、撃たれた。
— 五香粉炒め (@eeWYTNa1QxcCudM) July 8, 2022
南無大師遍照金剛
天の御加護があります様に。 pic.twitter.com/1Ma8ZJSOFn
সংবাদ সংস্থা সূত্রে খবর, নারা শহরে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তৃতা পেশের সময় গুলি চালানো হয়। এর পরই লুটিয়ে পড়েন শিনজো। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy