—ফাইল চিত্র।
মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় অনেকের মৃত্যু! কেমন আছেন আহতেরা
মহারাষ্ট্রে অন্তত ১২ জন ট্রেনযাত্রীর মৃত্যু হয়েছে অন্য একটি ট্রেনের ধাক্কায়। পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব শুনে ওই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁরা চেন টেনে ট্রেন থামান এবং লাইনের উপর নেমে পড়েন। সেই সময়েই উল্টো দিক থেকে আসছিল কর্নাটক এক্সপ্রেস। লাইনে দাঁড়িয়ে থাকা ভীত যাত্রীদের উপর দিয়ে চলে যায় সেই ট্রেন। সংবাদ সংস্থা পিটিআই বুধবার রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। আহত আরও অনেকে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, মুম্বই থেকে তা অন্তত ৪০০ কিলোমিটার দূরে। পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা গিয়েছিল বলে জানান এক সিনিয়র রেল আধিকারিক। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন থামার পর লাফ দিয়ে পাশের লাইনে নেমে পড়েছিলেন তাঁরা। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। কেমন আছেন আহতেরা? আজ এই খবরে নজর থাকবে।
আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এ বছর সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন মুখ্যমন্ত্রী। গত লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ার আসন জিততে পারেনি তৃণমূল। তবে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেওয়ার পর মাদারিহাট উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতার এই তৃণমূলের জন্যও গুরুত্বপূর্ণ।
বিতর্ক নতুন নীতিতে! ট্রাম্পের হাতে বদলাচ্ছে আমেরিকা
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকে একের পর এক বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে চলছে বিতর্কও। আমেরিকার অভিবাসন নীতি নিয়ে যেমন আলোচনা চলছে, একই ভাবে চিন্তা শুরু হয়ে ভিসা সংক্রান্ত নীতি নিয়েও। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা শুরু হয়েছে। তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে আমেরিকার বসবাসকারী অভিবাসীরা উদ্বেগে রয়েছেন। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালের বিশপও ট্রাম্পকে অনুরোধ করেছেন বিষয়টি পুনর্বিবেচনার জন্য। যদিও তাতে আমল দিচ্ছেন না প্রেসিডেন্ট। এই অবস্থায় আজ আমেরিকার ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয়, সে দিকে নজর থাকবে।
আরজি কর মামলা: শাস্তি ঘোষণা পরবর্তী তর্ক ও বিতর্ক
আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। বিচারক জানিয়েছেন, এটা ‘বিরলের মধ্য বিরলতম’ নয়। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকার থেকে আন্দোলনকারী চিকিৎসকেরা। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তারা তা করতে পারে কি না, শুনানিতে সেই প্রশ্ন করেছে সিবিআই। তার পরে সঞ্জয়ের ফাঁসি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও মামলা করেছে হাই কোর্টে। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের লড়াই থামবে না। অন্য দিকে, সঞ্জয়ের আইনজীবী তাঁর খালাস চেয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। নিম্ন আদালতের এই রায় নিয়ে আজ তর্ক-বিতর্ক কোথায় পৌঁছয়, তা নজরে থাকবে।
আরও কিছুটা কমতে পারে শীত, সপ্তাহান্তে বৃষ্টি উত্তরে
পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে শীতের দেখা মিলবে না বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে চলবে ঘন কুয়াশার দাপট। উত্তরের কয়েকটি জেলায় সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy