ছবি: সৌজন্য টুইটার।
কৌতুক শিল্পী নাজার মহম্মদের পর এ বার এক জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ফাওয়াদ আন্দারাবিকে খুনের অভিযোগ উঠল তালিবানের বিরুদ্ধে। স্থানীয় এক সংবাদমাধ্যম আসভাকা নিউজ-এর কাছে আফগানিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দারাবি তেমনই দাবি করেছেন।
আন্দারাব উপত্যকার খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী ছিলেন ফাওয়াদ। স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে শনিবার বাড়ি থেকে টেনে বার করে খুন করে তালিব জঙ্গিরা। দেশের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ দাবি করেছেন, গোটা আফগানিস্তান জুড়ে শিল্পীদের খুঁজে বার করে তাঁদের উপর হামলা চালাচ্ছে তালিবান। বিশেষ করে আন্দারাব অঞ্চলে তালিবানের হামলার মুখে পড়তে হচ্ছে শিল্পীদের।
#Breaking- Former Interior Minister, Massoud Andarabi told Asvaka News that the #Taliban has killed Fawad Andarabi, a local Andarb singer. According to Andarabi, killings by the Taliban continue across the country, especially in Andarb. #Taliban #Afghanishtan pic.twitter.com/Ayy4OtKZ07
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 28, 2021
কাবুল দখলের পর সঙ্গীতকে নিষিদ্ধ করেছে তালিবান। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, “ইসলামে সঙ্গীত কঠোর ভাবে নিষিদ্ধ। সঙ্গীত থেকে তাই দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আফগানদের।”
গত জুলাইয়ে কৌতুকশিল্পী নাজার মহম্মদকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তালিবানের বিরুদ্ধে। যদিও তারা সেই খুনের ঘটনা অস্বীকার করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy