Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Donald Trump

‘আউটডোর’ নয়, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেবেন ‘ইন্ডোরে’! জায়গা কেন বদলাল ক্যাপিটলে?

সোমবার দুপুরে (২০ জানুয়ারি) আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে শপথ নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সেরও।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:১৫
Share: Save:

আব্রাহাম লিঙ্কন যে বাইবেল হাতে শপথ নিয়েছিলেন, প্রথা মেনে সেই বাইবেলের ওপর হাত রেখেই আগামী সোমবার (২০ জানুয়ারি) আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন তিনি। কিন্তু প্রথা মেনে ‘আউটডোরে’ নয়, ‘ইন্ডোরে’!

আমেরিকার হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার শৈত্যপ্রবাহের শিকার হতে চলেছে রাজধানী ওয়াশিংটন ডিসি। কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে হতে পারে তুষারপাতও। তাই প্রথা মেনে ক্যাপিটল বিল্ডিংয়ের উদ্যানে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না এ বার। ক্যাপিটল ভবনেরই রোটান্ডায় সোমবার দুপুরে ট্রাম্প এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ট্রাম্পের সম্মানে আয়োজিত কুচকাওয়াজও হবে ক্যাপিটল রোটান্ডায়। শপথস্থল বদল প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘‘ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সে কারণেই এই সিদ্ধান্ত।’’ প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রথম বার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিয়েছিলেন প্রথা মেনে ক্যাপিটল উদ্যানে। ঠান্ডা হাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই!

অন্য বিষয়গুলি:

US Capitol capitol Capitol Hill Donald Trump US President US Vice President JD Vance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy