কোর্টে প্রবেশের আগে ইমরান খান ছবি: পিটিআই।
ইসলামাবাদ হাই কোর্টের ভিতরে ইমরান। যে কোনও সময় আদালত থেকে বেরোবেন ‘ক্যাপ্টেন’। অধীর আগ্রহে অপেক্ষায় অনুগামীরা। এমন সময় কান ফাটানো গুলির আওয়াজ। কিছু ক্ষণের মধ্যেই ইসলামাবাদ পুলিশ বিবৃতি জারি করে জানিয়ে দেয়, পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কে গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। গুলিতে হতাহতেরও কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদিও গুলি চালনার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্বরে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান নিজেই শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর করে হাই কোর্ট। অন্য দিকে, প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার সরকারি তোষাখানা থেকে নিয়ম ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার আইনি প্রক্রিয়াও শুক্রবার স্থগিত রাখতে বলেছে আদালত। ইসলামাবাদ হাই কোর্ট ইমরানকে আল-কাদির মামলায় দু’সপ্তাহের জন্য জামিন দিয়েছে। পাশাপাশি আগামী সোমবার পর্যন্ত কোনও মামলাতেই ইমরানকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে।
خان کا ویڈیو پیغام pic.twitter.com/dmwYzwJ3ow
— Arslan Baloch (@balochi5252) May 12, 2023
জামিনের প্রক্রিয়া শেষ হতে রাত হয়ে যায়। যে কোনও মুহূর্তে তিনি আদালত থেকে বেরোবেন, এই জল্পনা তৈরি হয় ইসালামাবাদের আদালত চত্বরে হাজির হওয়া ইমরান অনুগামীদের মধ্যে। এর মধ্যেই গুলি চলার আওয়াজে আতঙ্ক ছড়ায়। কারা গুলি চালাল তা এখনও পরিষ্কার নয়। ইমরান আদালতের ভিতর থেকে একটি ভিডিয়ো বার্তা জারি করেন। তাতে তিনি দেশবাসীকে তৈরি থাকার আবেদন করেন। দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ডাক দেন তিনি।
ترجمان اسلام آباد کیپیٹل پولیس ۔
— Islamabad Police (@ICT_Police) May 12, 2023
: سیکیورٹی الرٹ!
اسلام آباد میں جی الیون اور جی تھرٹین کے علاقے میں پولیس پر فائرنگ
صورتحال کو مانیٹر کیا جا رہا یے۔
ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিট নাগাদ ইসলামাবাদ হাই কোর্ট থেকে বেরোন ইমরান খান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা গেল ইসলামাবাদের ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের (নিরাপত্তা) গাড়িতে করে বেরোতে। সঙ্গে ছিল রাষ্ট্রের দেওয়া নিরাপত্তাবেষ্টনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy