Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
EU

সিএএ বিরোধী ভোটাভুটি পিছোল ইইউ পার্লামেন্টে, কূটনৈতিক সাফল্য দেখছে নয়াদিল্লি

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হোক বা সংশোধিত নাগরিকত্ব আইন, বারবারই সরব হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিরা।

ইউরোপীয় পার্লামেন্টে এখনই হচ্ছে না সিএএ বিরোধী ভোট। ছবি: পিটিআই

ইউরোপীয় পার্লামেন্টে এখনই হচ্ছে না সিএএ বিরোধী ভোট। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১১:২৭
Share: Save:

আপাতত স্বস্তি ভারতের জন্যে। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে ভোটাভুটি আপাতত মুলতুবি রাখার সিদ্ধান্ত নিল ইওরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। সূত্রের খবর, মার্চ মাস পর্যন্ত কোনও ভোটাভুটি হবে না। এই ঘটনাকে কূটনৈতিক জয় হিসেবেই দেখছে নয়াদিল্লি।

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট হল ইউরোপীয় ইউনিয়নের আইনি শাখা। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হোক বা সংশোধিত নাগরিকত্ব আইন, বারবারই সরব হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিরা। ভারতের অভিযোগের আঙুল অবশ্য ইওরোপীয় ইউনিয়নের সদস্য শাফাক মহম্মদের দিকে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ব্রিটিশ সদস্য শাফাক মহম্মদ জন্মসূত্রে পাক অধিকৃত কাশ্মীরের। তিনিই এই প্রস্তাবের অন্যতম কারিগর। গোটা বিষয়টির পিছনে ইসলামাবাদের পরোক্ষ মদত রয়েছে বলেও মনে করে ভারত।

মোট দশটি ভাগে ভাগ করে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যেরা তাঁদের পর্যবেক্ষণ এবং মতামত জানিয়েছিলেন ভারতের নয়া নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে। পার্লামেন্টের ছ’টি গোষ্ঠীর পক্ষ থেকে আনা এই প্রস্তাবটিতে বলা হয়, ‘ভারত সরকারকে এই মর্মে সতর্ক করা হচ্ছে যে সেখানকার ক্রমবর্ধমান জাতীয়তাবাদ ধর্মীয় অসহিষ্ণুতা এবং মুসলিমদের প্রতি বৈষম্যের জন্ম দিচ্ছে।’

আরও পড়ুন:বিজেপির নিদানে জলঙ্গিতে গুলি! প্রশ্নের মুখে তৃণমূল
আরও পড়ুন:রাষ্ট্রপুঞ্জে সিএএ-বার্তা দিতে তৈরি প্রতিবাদীরা

১৫৪ সদস্যের প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস, ১৮২ সদস্যের ইওরোপিয়ান পিপলস ডেমোক্র্যাট, ৪১ সদস্যের ইউরোপিয়ান ইউনাইটেড লেফ্ট ও নর্ডিক গ্রিন লেফট, ৭৫ সদস্যের ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স, ১০৮ সদস্যের রিনিউ ইওরোপ গ্রুপ মোট ছ’টি প্রস্তাবে সমর্থন জানায়। প্রতিটি প্রস্তাবই সিএএ বিরোধী। সেখানে সিএএ-কে ‘অমানবিক’ বলেও ব্যাখ্যা করা হয়।

ভারতের তরফে প্রথম থেকেই বার্তা দেওয়া হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইওরোপীয় ইউনিয়নের নাক গলানো উচিত নয়। কারণ তাতে একটি গণতান্ত্রিক দেশের অধিকার ও কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়ে। আপাতত এই ভোটাভুটি পিছিয়ে যাওয়ায় কূটনৈতিক ভাবে নিজেকে আরও সংহত করার সুযোগ পেয়ে যাচ্ছে ভারত।

অন্য বিষয়গুলি:

EU Pakistan CAA Citizenship Amendment Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy