Elon Musk made 25 billion dollar In just one day dgtl
Elon Musk
এলন মাস্কের এক দিনের লাভের টাকায় কিনে নেওয়া যাবে এক ডজন অ্যান্টিলা!
ওই এক দিনে কত টাকা লাভ করেছেন ইলন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৫:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
২০২১ সালে বিশ্বের ধনীতম শিল্পপতির তকমা নিয়ে জোর টানাটানি চলছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলা-র মালিক ইলন মাস্কের মধ্যে। বছরের প্রথম দু’মাসের হিসাবে এখনও পর্যন্ত সামান্য এগিয়ে রয়েছেন জেফ।
০২১৪
সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইনডেক্স-এর হিসাবে এক দিনে বিশাল টাকা লাভ করে জেফের থেকে মোট সম্পত্তির তফাত অনেকটাই কমিয়ে এনেছেন ইলন। জেফের সম্পত্তির পরিমাণ যেখানে ১৭ হাজার ৯৯০ কোটি ডলার, সেখানে বিশাল লাফ দিয়ে ইলনের সম্পত্তি এখন দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১০ কোটি ডলারে।
০৩১৪
ওই এক দিনে কত টাকা লাভ করেছেন ইলন? সেই অঙ্কে শূন্যের সংখ্যাই হিসাব ভুল করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে।
০৪১৪
পরিমাণটা আড়াই হাজার কোটি ডলার! ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। এই টাকায় কী কী হওয়া সম্ভব জানেন?
০৫১৪
৩ কোটি ৬৪ লাখ প্লেস্টেশন ৫ কেনা যাবে ওই টাকায়। ভারতে এই এক একটি প্লেস্টেশন ৫-এর দাম প্রায় ৫০ হাজার টাকা।
০৬১৪
৭৫০ মিলিলিটারের জ্যাক ড্যানিয়েল ওল্ড নম্বর ৭-এর দাম এ রাজ্যে প্রায় সাড়ে ৭ হাজার টাকা। এই দামি হুইস্কির ৪০ কোটি বোতল কিনে নিতে পারবেন ওই টাকায়।
০৭১৪
এই টাকায় ৫১২ জিবি-র আইফোন ১২ প্রো ম্যাক্স কিনে নেওয়া যাবে অন্তত ১ কোটি ১০ লাখ। ভারতে যার দাম প্রায় দেড় লাখ টাকা।
০৮১৪
৫ কোটি টাকা মূল্যের সাড়ে ৩৬ হাজার ল্যাম্বরগিনি কিনে নেওয়া যাবে।
০৯১৪
আইপিএলের আসন্ন মরসুমে বিরাট কোহলী মোটামুটি ১৭ কোটি টাকা পাবেন। তাঁকে আরও ১০ হাজার ৪৩০ বছর আইপিএল খেলানো যাবে ওই টাকায়।
১০১৪
২০ লাখ বার বিশ্বের সবচেয়ে দামি পিৎজা কিনে খেতে পারবেন। বিশ্বের সবচেয়ে দামি পিৎজা ইতালির লুইস ১৩। এই একটি পিৎজার মূল্য ৭৭ লাখ টাকা।
১১১৪
ব্যবসায়ী এবং আমেরিকার অভিনেতা ড্যান বিলজেরিয়ানের মতো বিলাসবহুল ভাবে জীবন ১২৫ বছর কাটিয়ে ফেলতে পারবেন যে কেউ।
১২১৪
১ কোটি ৮০ লাখ বার মলদ্বীপ ঘুরে আসতে পারবেন। যেখানে বিলাসবহুল রিসর্ট, স্পা এবং সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন।
১৩১৪
লিটার প্রতি ৯১ টাকা দামের পেট্রোল অন্তত ২ হাজার ৪ কোটি লিটার কিনে ফেলতে পারবেন।
১৪১৪
বিশ্বের সবচেয়ে দামি বাড়ি মুকেশ অম্বানীর অ্যান্টিলা। দাম ২২০ কোটি ডলার। এ রকম ১২টি অ্যান্টিলা কিনে ফেলা যাবে মাস্কের এই এক দিনের লাভের টাকায়!