Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
T20 Team of the Year 2024

দলে পাঁচ ভারতীয়, নেই সূর্য, কোনও পাক ক্রিকেটারও! বর্ষসেরা টি২০ দল বেছে নিলেন হর্ষ ভোগলে

তাঁর তৈরি সেরা একাদশ নিয়ে তৈরি হল বিতর্ক। বর্ষসেরা দলে কোনও পাকিস্তানি তারকাকে রাখেননি হর্ষ। দলে পাঁচ ভারতীয় ঠাঁই পেলেও বাদ পড়েছেন ভারতের টি২০ অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১১:৪৫
Share: Save:
০১ ১৪
Harsha Bhogle

দিন কয়েক আগে বেছে নিয়েছিলেন বর্ষসেরা টেস্ট একাদশ। রোহিত শর্মা বা বিরাট কোহলি তো বটেই, সে দলে এক জন অসি তারকাকেও না রেখে বিতর্কের সৃষ্টি করেছিলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।

০২ ১৪
Harsha Bhogle

এ বার তিনি বেছে নিলেন বর্ষসেরা টি২০ একাদশ। এবং এ বারও তাঁর তৈরি সেরা একাদশ নিয়ে তৈরি হল বিতর্ক। বর্ষসেরা দলে কোনও পাকিস্তানি তারকাকে রাখেননি হর্ষ। দলে পাঁচ ভারতীয় ঠাঁই পেলেও বাদ পড়েছেন ভারতের টি২০ অধিনায়ক।

০৩ ১৪
Harsha Bhogle

কারা জায়গা পেলেন হর্ষের দলে? দেখে নেওয়া যাক বিতর্কিত সেই একাদশের সদস্যদের।

০৪ ১৪
Travis Head

ট্র্রেভিস হেড: হর্ষের সেরা দলের ইনিংস শুরু করবেন বাঁহাতি অসি তারকা। টি২০ তো বটেই, সব ফর্ম্যাটের ক্রিকেটেই বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে হেডকে। আন্তর্জাতিক টি২০-তে তাঁর স্ট্রাইক রেট ১৬০.৪৯!

০৫ ১৪
Phil Salt

ফিল সল্ট: ইংল্যান্ডের উইকেটরক্ষককে দলের দ্বিতীয় ওপেনার হিসাবে বেছে নিয়েছেন হর্ষ। আন্তর্জাতিক টি২০-তে তিনটি শতরান রয়েছে সল্টের। বিধ্বংসী এই ইংরেজ ব্যাটারের স্ট্রাইক রেট ১৬৫-এরও বেশি।

০৬ ১৪
Sanju Samson

সঞ্জু স্যামসন: হর্ষের দলের তিন নম্বরে নামবেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে অবশ্য ওপেনিং করেন সঞ্জু। এই ডানহাতি ব্যাটারেরও আন্তর্জাতিক টি২০-তে তিনটি শতরান রয়েছে। এই ফর্ম্যাটে সঞ্জুর স্ট্রাইক রেট ১৫৫-এর বেশি।

০৭ ১৪
Nicholas Pooran

নিকোলাস পুরান: হর্ষের দলের তৃতীয় উইকেটরক্ষক। সেরা একাদশের চার নম্বরে বাঁহাতি ক্যারিবীয়কে রেখেছেন ভারতীয় ধারাভাষ্যকার। শতরান না থাকলেও আন্তর্জাতিক টি২০-তে পুরানের রয়েছে ১৩টি অর্ধশতরান। স্ট্রাইক রেট ১৩৬.৩৯।

০৮ ১৪
Heinrich Klaasen

হেনরিক ক্লাসেন: দলে আরও এক উইকেটরক্ষককে রেখেছেন হর্ষ। তিনি দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার হেনরিক ক্লাসেন। ৩৩ বছরের ক্লাসেনের স্ট্রাইক রেট প্রায় ১৪২। এই দলের পাঁচ নম্বরে নামবেন তিনি।

০৯ ১৪
Hardik Pandya

হার্দিক পাণ্ড্য: হর্ষের দলের দ্বিতীয় ভারতীয়। টি২০ ক্রিকেটে বছরটা ভালই গিয়েছে ভারতীয় এই অলরাউন্ডারের। ব্যাট হোক বা বল, দু’ভাবেই দলকে ভরসা দিতে পারেন তিনি। প্রায় ১৪২ স্ট্রাইক রেট থাকা হার্দিক বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৮৯টি উইকেট।

১০ ১৪
Andre Russell

আন্দ্রে রাসেল: দলের সাত নম্বরে ৩৭ বছরের ক্যারিবীয় অলরাউন্ডারকে রেখেছেন হর্ষ। আন্তর্জাতিক টি২০-তে ১৬৪-এর উপর স্ট্রাইক রেট থাকা রাসেল বল হাতেও কার্যকর।

১১ ১৪
Rashid Khan

রশিদ খান: হর্ষের দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন আফগান লেগস্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট ৩ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ছয়। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় তাঁর বল বুঝতে ঠিক কতটা বেগ পেতে হয় বিপক্ষ ব্যাটারদের।

১২ ১৪
Varun Chakravarthy

বরুণ চক্রবর্তী: রশিদকে সাহায্য করবেন ভারতের স্পিনার বরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে বরুণের বোলিং গড়ও ঈর্ষণীয়, মাত্র ৬.৭৯। ১৯ উইকেট নেওয়া ভারতীয় স্পিনারের সেরা বোলিং ৫/১৭।

১৩ ১৪
Arshdeep Singh

আরশদীপ সিংহ: পেস বিভাগের দায়িত্ব ভারতীয়দের উপরেই রেখেছেন হর্ষ। বুমরাহকে সাহায্য করবেন বাঁহাতি আরশদীপ। ৬০টি আন্তর্জাতিক টি২০-তে ৯৫টি উইকেটি নিয়েছেন তিনি।

১৪ ১৪
Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ: পেস বিভাগের দায়িত্ব বুমরাহের উপর দিয়েছেন হর্ষ। এই মুহূর্তে যে কোনও ফর্ম্যাটের বিশ্বসেরা যে কোনও দলে সুযোগ পাবেন তিনি। ওভারপ্রতি তিনিও ছয়ের সামান্য বেশি রান দিয়েছেন। যে কোনও বিপক্ষ ব্যাটারের কাছে বুমরাহ ত্রাসের অপর নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy