কিনেই-র ধুলো স্নান। ছবি: টুইটার
একটি হাতির ধুলোয় গড়াগড়ি খাওয়ার ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়েছে। ভিডিয়োটি দেখে আশ মিটছে না নেটাগরিকদের। ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োয় একটি হস্তিশাবককে দেখা যাচ্ছে ধুলো স্নান করতে। কখনও ধুলোয় বসে, কখনও শুঁড় দিয়ে ধুলো ছুড়ে মনের আনন্দে ধুলো মাখছে সে।
টুইটারে ওই ভিডিয়ো পোস্ট করেছিল কেনিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা শেলড্রিক ওয়াইল্ডলাইফ। সংস্থাটি অনাথ বন্যপ্রাণীদের দেখভাল করে। হস্তিশাবকের ধুলো স্নাানের ভিডিয়োটি পোস্ট করে তারা লিখেছে, ‘ধুলো স্নান একটা দারুণ মজার ব্যাপার। কিনেই-কে দেখলেই বুঝবেন। তবে এই ধুলো স্নানের উপকারিতাও আছে। ধুলো এই সব বন্য শিশুদের ত্বককে সূর্যের প্রখর রোদ থেকে বাঁচায়। তাই ধুলো স্নান ওদের দৈনিক রুটিনের মধ্যেই পড়ে।'
Dust baths are incredibly fun - just ask Kinyei! But they serve a practical purpose too, coating the orphans in a layer of earth that protects their skin from the sun. The herd dives in daily, as part of their daily routine: https://t.co/zvym7C8mDf pic.twitter.com/kxQRlzsIoA
— Sheldrick Wildlife (@SheldrickTrust) July 2, 2021
ভিডিয়োটি যে নেটাগরিকদের মন ভাল করে দিয়েছে, তা স্পষ্ট। কারণ পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি প্রায় ৭০০০ বার দেখে ফেলেছেন টুইটার ব্যবহারকারীরা। লাইক করেছেন ১২ হাজার ব্যবহারকারী।
কিনেই নামের ওই হাতিটির ধুলো মাখার ভিডিয়োয় নানারকম মন্তব্যও করেছেন নোটাগরিকরা। কেউ লিখেছেন, ‘কিনেই-এর আনন্দ দেখলে মন ভাল হয়ে যাবে।’ কেউ আবার লিখেছেন, ‘কিনেই-কে দেখে আমার ঘুম থেকে ওঠার সময় বিছানায় গড়াগড়ি দেওয়ার কথা মনে পড়ে যাচ্ছে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy