ভ্যালি অব ফ্লাওয়ার্স। ফাইল চিত্র
পর্যটনের জন্য খুলে দেওয়া হল উত্তরাখণ্ডের ভ্যালি অব ফ্লাওয়ার্স।
প্রতি বছর জুন মাসের প্রথম দিন থেকে পর্যটকেদের জন্য খোলে ভ্যালি অব ফ্লাওয়ার্স। কিন্তু এবার পরিস্থিতি অন্য রকম। অতিমারির আতঙ্কে গোটা রাজ্য প্রায় অচল। ফলে এই ‘ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ’-ও পড়েছিল কার্ফুয়ের আওতায়। তাই এবার এই পর্যটনকেন্দ্র খুলতেও দেরি হল।
ভ্যালি অব ফ্লাওয়ার্সের অধিকর্তা অমিত কনওয়া জানান, পর্যটকেদের সঙ্গে নিয়ে আসতে হবে করোনা নেগেটিভ হওয়ার রিপোর্ট। তা ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না। ‘‘পর্যটকেদের মেনে চলতে হবে সে রাজ্যের কোভিড-বিধিও,’’ বলেন অমিত।
পাশাপাশি অমিত জানান, এ বছর ফুলে ভরে গিয়েছে ভ্যালি অব ফ্লাওয়ার্স। মনোরম দেখাচ্ছে ওই অঞ্চলটি।
উত্তরাখণ্ডের হিমালয়ের বুকে একটি জাতীয় উদ্যান হল ভ্যালি অব ফ্লাওয়ার্স। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই অঞ্চলটি বিখ্যাত। এখান থেকে পূর্ব দিকে কিছুটা গেলেই নন্দাদেবী জাতীয় উদ্যান। এই এলাকাটি বহু বছর ধরেই দেশ-বিদেশের পর্যটকেদের মধ্যে জনপ্রিয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy