Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Amazon

আমাজনের চিরহরিৎ অরণ্য রক্ষায় ঐক্যবদ্ধ আট দেশ, প্রকাশিত হল যৌথ ঘোষণাপত্র

মঙ্গলবার ব্রাজিলের বেলেমে এই শীর্ষ সম্মেলন শুরু হয়। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া আমাজন অববাহিকার অংশীদার আটটি দেশ হলো—ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলা।

Eight countries — Bolivia, Brazil, Ecuador, Colombia, Peru, Guyana, Venezuela and Suriname signed a joint declaration to save Amazon

আমাজন বাঁচাতে সম্মেলনে দক্ষিণ আমেরিকার আট রাষ্ট্রনেতা। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ব্রাসিলিয়া শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ২৩:০৪
Share: Save:

বিধ্বংসী দাবানল থেকে ধারাবাহিক বৃক্ষচ্ছেদন। গত দু’দশকে ধারাবাহিক ভাবে নিশ্চিহ্ন হয়ে চলেছে বিশ্বের বৃহত্তম চিরহরিৎ অরণ্য আমাজন। ‘পৃথিবীর ফুসফুস’ নামে পরিচিত আমাজনের বন বাঁচাতে দক্ষিণ আমেরিকার আটটি দেশের প্রতিনিধিরা দু’দিনের শীর্ষ সম্মেলনের শেষে বুধবার প্রকাশ করেলন যৌথ ঘোষণাপত্র।

মঙ্গলবার ব্রাজিলের বেলেমে এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া আমাজন অববাহিকার অংশীদার আটটি দেশ হলো—ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলা। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম এ ধরনের শীর্ষ সম্মেলন হচ্ছে। শীর্ষ সম্মেলন থেকে ‘বেলেম ঘোষণা’ নামে একটি যৌথ বিবৃতি প্রচার করা হয়। এই ঘোষণায় আমাজন ধ্বংসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি জোট গঠনের কথা বলা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের জানিয়েছে, আমাজন শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলি যৌথ পরিবেশনীতি প্রণয়নের বিষয়ে ঐকমত্য হয়েছে। যৌথ ঘোষণাপত্রে এ বিষয়ে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার কথা বলা হয়েছে। যদিও তার রূপরেখা চূড়ান্ত হয়নি বৈঠকে। প্রসঙ্গত, শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ২০৩০ সালের মধ্যে আমাজনের অরণ্য ধ্বংস রুখতে একটি অভিন্ন নীতির কথা বলেছিলেন।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ‘বারিস্নাত অরণ্য’ আমাজনের প্রায় ৬০ শতাংশ পড়েছে ব্রাজিলে। লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর দেশে অরণ্য ধ্বংস অনেক কমে গিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট জানাচ্ছে। প্রেসিডেন্ট পদে লুলার পূর্বসূরি জইর বলসোনারোর সময় আমাজনের জঙ্গল ধ্বংসের হার প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছিল বলে অভিযোগ।

অন্য বিষয়গুলি:

Amazon bolivia Brazil ecuador Colombia peru Guyana venezuela Suriname
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy