বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরে ধস নেমেছে আমেরিকা-সহ প্রায় গোটা বিশ্বের শেয়ারবাজারে। রাতারাতি কোটি কোটি টাকার লোকসান হয়েছে শিল্পপতিদের। গত ১০ বছরে এত লোকসান নাকি তাঁদের হয়নি। বৃহস্পতিবার পৃথিবীর ৫০০ ধনী ব্যক্তি যৌথ ভাবে হারিয়েছেন ২০ হাজার ৮০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ কোটি টাকা। এমনটাই বলছে ব্লুমবার্গ সংস্থার বিলিয়নেয়ারদের সূচক। সবচেয়ে বেশি লোকসান হয়েছে ফেসবুক কর্তা মার্ক জ়ুকেরবার্গের।
১৩ বছর ধরে পৃথিবীর কোটিপতিদের সূচক তৈরি করছে আমেরিকার এই ব্লুমবার্গ সংস্থা। সংস্থার সূত্রে জানা গিয়েছে, এক দিনে ধনীদের সূচকে এতটা পতন এর আগে মাত্র তিন বার দেখা গিয়েছে। বৃহস্পতিবার তা চতুর্থ বার হল। অতিমারির পরে এই প্রথম। ব্লুমবার্গের সূচক বলছে, তারা যে শিল্পপতিদের সম্পত্তির পরিমাণ বৃহস্পতিবার খতিয়ে দেখেছে, তাঁদের সম্পত্তি গড়ে ৩.৩ শতাংশ কমেছে। গোটা দুনিয়ায় আমেরিকার শিল্পপতিরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। সবার শীর্ষে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জ়ুকেরবার্গ (ডলারের নিরিখে)। তাঁর সংস্থার শেয়ারের পতন হয়েছে প্রায় ৯ শতাংশ। এর ফলে এক দিনে তাঁর সম্পত্তির পরিমাণ কমেছে এক হাজার সাতশো ৯০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ ৫২ হাজার কোটি টাকা।
জেফ বেজ়োসের অ্যামাজ়ন সংস্থার শেয়ারেরও পতন হয়েছে ৯ শতাংশ। ২০২২ সালের এপ্রিলের পর থেকে এতটা পতন হয়নি ওই সংস্থার শেয়ারের। এর ফলে বেজ়োসের লোকসান হয়েছে প্রায় এক হাজার পাঁচশো ৯০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার মতো। ট্রাম্পের এই পাল্টা শুল্ক ঘোষণার পরে টেসলার শেয়ারেরও পতন হয়েছে। বৃহস্পতিবার ৫.৫ শতাংশ শেয়ারের পতন হয়েছে ইলন মাস্কের সংস্থার। তার ফলে ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত মাস্ক হারিয়েছেন এগারোশো কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা। আমেরিকার শিল্পপতি মাইকেল ডেল (৯৫৩ কোটি ডলার), ল্যারি এলিসন (৮১০ কোটি ডলার), জেনসেন হুয়াং (৭৩৬ কোটি ডলার), ল্যারি পেজ (৪৭৯ কোটি ডলার), সার্জি ব্রিন (৪৪৬ কোটি ডলার), টমাস পিটারফি (৪০৬ কোটি ডলার)-দেরও রাতারাতি কোপ পড়েছে সম্পত্তিতে।
সূচক অনুযায়ী, আমেরিকার বাইরে যে সংস্থার উপর ট্রাম্পের এই পাল্টা শুল্কনীতির কোপ সবচেয়ে বেশি পড়েছে, তা হল ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নোর এলভিএমএইচ। ক্রিশ্চিয়ান ডিওর, বুলগেরি, লোরো পিয়ানার মতো ব্র্যান্ড এই সংস্থার অধীনে। ইউরোপের সবচেয়ে ধনী শিল্পপতি আর্নোর সম্পত্তির পরিমাণ কমেছে ছ’শো কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫১ হাজার কোটি টাকা। ইউরোপীয় ইউনিয়নের উপর পাল্টা ২০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের প্রশাসন। তার জেরেই আর্নোর সাম্রাজ্যে এই ধস। চিনের উপর পাল্টা ৩৪ শতাংশ শুল্ক ধার্য করেছে আমেরিকা। সেখানকার জুতোপ্রস্তুতকারী সংস্থা হুয়ালি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বৃহস্পতিবার ১২০ কোটি ডলার হারিয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা। কর্তা ঝাং কঙ্গিউয়ানের সম্পত্তি কমেছে প্রায় ১৩ শতাংশ।