সোনায় মোড়ানো বড়া পাও। ছবি সৌজন্য টুইটার।
বড়া পাও নামটা শুনলেই মুম্বইয়ের কথা মনে আসে। মুম্বইয়ে এটা খুবই জনপ্রিয় এবং চলতি খাবার। একটা বড়া পাওয়ের দাম কত হতে পারে, তার অল্পবিস্তর আন্দাজ আমাদের বেশির ভাগেরই আছে। কিন্তু দুবাইয়ের এক রেস্তরাঁয় তৈরি বড়া পাওয়ের দাম শুনলে ভিরমি খেতে পারেন।
দুবাইয়ের কারামায় ও’পাও নামে একটি রেস্তরাঁ এই বড়া পাও বানিয়েছে। নানা রকম অদ্ভুত ধরনের খাবার বানানোর জন্য এই রেস্তরাঁ বেশ জনপ্রিয়। ও’পাও-এর দাবি, যে বড়া পাও তারা বানিয়েছে তা ২২ ক্যারাট সোনার পাতে মোড়া। এবং একই সঙ্গে তারা দাবি করেছে, এটাই বিশ্বের প্রথম সোনায় মোড়ানো বড়া পাও!
#Gold_Vada_Paav This is what's wrong with the world: too many rebels without a cause. pic.twitter.com/JKeKsgOLEo
— Masarat Daud (@masarat) August 30, 2021
সোনায় মোড়া বড়া পাওয়ের ভিডিয়োটি শেয়ার করেছেন মাসরাত দাউদ নামে এক টুইটার গ্রাহক। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ২২ ক্যারাট সোনার পাতে মোড়ানো এই বড়া পাওয়ের দাম কত জানেন? ৯৯ ডিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy