Advertisement
০৫ নভেম্বর ২০২৪
US Elections

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা ট্রাম্পের, হাউস গেল ডেমোক্র্যাটদের দখলে

ভোট হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনে। এখনও পর্যন্ত ৪১১ আসনের ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বার ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। ছবি: এএফপি।

এ বার ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ১৪:৩২
Share: Save:

এ ভাবেও ফিরে আসা যায়। প্রেসিডেন্ট নির্বাচনের দু’বছরের মাথায় দেখিয়ে দিল ডেমোক্র্যাটরা। মঙ্গলবার আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন ছিল। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। ফিরে পেয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দখল।

ওই দিন ভোট হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনে। এখনও পর্যন্ত ৪১১ আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ২১৮টি আসনে জয়লাভ করেছে ডেমোক্র্যাট প্রার্থীরা। ৫০.১ শতাংশ ভোট পেয়েছে তারা। এতদিন রিপাবলিকানদের দখলে থাকা ২৩টি আসনের মধ্যে ১৪টি আসনও তাদের দখলে গিয়েছে। রিপাবলিকানরা জয়ী হয়েছে ১৯৩টি আসনে। তাদের প্রাপ্ত ভোট ৪৪.৪ শতাংশ। বাকি রয়েছে ২৪টি আসনের গণনা। এর সবকটি আসনে জিতলেও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দখল ফিরে পাওয়ার আর আশা নেই।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল রিপাবলিকানরা। তাই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ডেমোক্র্যাটদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এ বার আয়কর রিটার্ন জমা-সহ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত শুরু করাতে পারে তারা। তদন্তের নির্দেশ দিতে পারে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়েও। মেক্সিকো সীমান্তে দেওয়াল গাঁথার পরিকল্পনাও ভেস্তে যেতে পারে ট্রাম্পের। অভিযোগ প্রমাণিত হলে তাঁর অপসারণের দাবিও তুলতে পারেন ডেমোক্র্যাটরা।

আরও পড়ুন: প্রথম ঘোষিত সমকামী গভর্নর পেল আমেরিকা​

আরও পড়ুন: ভারতকে ছাড় আমেরিকার, ইরানের চাবাহারে নিজস্ব গতিতেই বন্দর বানাবে নয়াদিল্লি

যদিও মার্কিন সেনেট রিপাবলিকানদের দখলে রয়ে গিয়েছে। ১০০টির মধ্যে এখনও পর্যন্ত ৯৫টি আাসনের ফলাফল ঘোষিত হয়েছে। যার মধ্যে ৫১টিতে জয়ী হয়েছে তারা। ৪২টিতে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। ২টি গিয়েছে নির্দল প্রার্থীদের দখলে। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এই জয় কাজে আসবে না বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE