গ্রাফিক: তিয়াসা দাস।
‘পথের কাঁটা’ সরার অপেক্ষায় যখন দিন গুনছে বেজিং, তখন ওয়াশিংটন জানিয়ে দিল, তিব্বতকে তার মুঠোয় রাখার জন্য ৮৪ বছর বয়সী ধর্মীয় নেতা চতুর্দশ দলাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার একতরফা দায়িত্বটা তারা চিনের হাতে তুলে দিতে রাজি নয়। তার জন্য চিনের উপর চাপ বাড়াতে যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা যায়, সেই লক্ষ্যে একটি বিলও আনা হল মার্কিন কংগ্রেসে।
আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের এক ডেমোক্র্যাট সদস্য জিম ম্যাকগভার্ন বিলটি এনে বলেছেন, ‘‘দলাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার চেষ্টা করলে শুধুই আমেরিকাই নয়, বেজিংকে যে আন্তর্জাতিক বাধার মুখে পড়তে হবে, সেটা বুঝিয়ে দিতেই আনা হয়েছে বিলটি।’’
চলতি বছরেই বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দলাই। তার পর থেকেই তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
তিব্বতের স্বায়ত্তশাসনের দাবিতে চিনের কমিউনিস্ট সরকারের বিরোধের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দলাই, ১৯৫৯ সালে। সেই সময় অস্থায়ী ভাবে তাঁকে আশ্রয় দেয় ভারত। পরে তাঁকে এ দেশে থাকার অধিকারও দেওয়া হয়। সেখান থেকেই তিব্বতে একটি স্বয়ংশাসিত সরকার চালান দলাই। মানবাধিকার রক্ষার লড়াইয়ের স্বীকৃতি হিসাবে পরে নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন- ৬০ বছর আগে কী ভাবে তিব্বত থেকে পালিয়েছিলেন দলাই লামা?
আরও পড়ুন- ‘চিন থেকে নয়, আমার উত্তরসূরি আসবেন ভারত থেকে’, বললেন দলাই লামা
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের বক্তব্য, চিন চাইছে, চতুর্দশ দলাই লামার প্রয়াণের পর পরবর্তী লামা হিসাবে তার পছন্দের কাউকে বেছে নিতে। তাতে পরে বেজিংয়ের সুবিধা হবে তিব্বতকে চিনের অন্তর্ভুক্ত করতে। সে জন্য বেজিংয়ের পছন্দ পাঞ্চেন লামা।
ও দিকে, দলাইয়ের ইচ্ছা, মৃত্যুর আগে তিনি ঘোষণা করে যাবেন, তিনিই শেষ দলাই লামা। বা, কোনও এক যুবতীকে তিনি পরবর্তী লামার দায়িত্বে বসিয়ে যাবেন।
তবে দলাই লামার পরবর্তী কে হবেন, তার জন্য ওয়াশিংটনের ব্যস্ত হয়ে ওঠার মধ্যে বিপদেরও গন্ধ পাচ্ছেন কেউ কেউ। তাঁদের মধ্যে অন্যতম ওয়াশিংটনের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেন ফর টিবেট’-এর সভাপতি মাত্তেও মাকাস্সি। দলাই লামার অনুগামী বলে পরিচিত মাকাস্সি বলেছেন, ‘‘দলাই তো এখনও সুস্থই রয়েছেন। এত আগে থেকে মার্কিন কংগ্রেসে বিল পাশ করানোর চেষ্টা চললে চিনও সতর্ক হয়ে যাবে। তারাও বিকল্প পথ খুঁজে নিতে পারে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy