Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ফেসবুকে মিথ্যা তথ্য পোস্ট, ৩.২ কোটি জরিমানা মহিলার

মিথ্যা তথ্যের মাশুল গুনতে হল বেশ চড়া ‘দাম’-এই। ফেসবুকে মিথ্যা কথা লেখার অভিযোগে আদালতে দোষী প্রমাণিত হলেন উত্তর ক্যারোলিনার বাসিন্দা জ্যাকলিন হ্যামন্ড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৭:১৬
Share: Save:

মিথ্যা তথ্যের মাশুল গুনতে হল বেশ চড়া ‘দাম’-এই। ফেসবুকে মিথ্যা কথা লেখার অভিযোগে আদালতে দোষী প্রমাণিত হলেন উত্তর ক্যারোলিনার বাসিন্দা জ্যাকলিন হ্যামন্ড। শাস্তি হিসাবে তাঁকে ৩.২ কোটি টাকার বিশাল জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মজা করে বন্ধুর উপর মারাত্মক অভিযোগ এনেছিলেন অ্যাশভিলের বাসিন্দা জ্যাকলিন। দু’বছর আগে বন্ধু ড্যাভিন ডায়েলের ফেসবুকের ওয়ালে জ্যাকলিন লিখেছিলেন, ‘‘মত্ত অবস্থায় ড্যাভিন আমার সন্তানকে হত্যা করেছে।’’ কিন্তু বন্ধুর এই ‘মজা’ ভাল ভাবে নেননি ড্যাভিন। মিথ্যা অভিযোগ তোলার অপরাধে বন্ধুর বিরুদ্ধে মামলা ঠোকেন ড্যাভিন। সম্প্রতি এই মামলার রায়েই পাঁচ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হল জ্যাকলিনকে।

আরও পড়ুন: মেয়ের ছবি তোলার পর দেখে আঁতকে উঠলেন মা!

ড্যাভিন জানান, তিনি এ রকম কিছুই করেননি। তবু তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ফেসবুকে পোস্ট করেছিলেন জ্যাকলিন। ‘‘অনেকেই বোঝেন না, তাঁরা যা করছেন তার ফল ভাল নাও হতে পারে। সোশ্যাল মিডিয়ার যাচাই করার তেমন উপায় নেই। ওই ঘটনার পরেও জ্যাকলিন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন। যা খুবই দুর্ভাগ্যের’’— বললেন ড্যাভিন।

অন্য বিষয়গুলি:

Facebook post Court Facebbok North Carolina
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE