দূরত্ব রেখে চলছে পার্টিী। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনার জেরে গোটা ইউরোপ জুড়ে মানুষ প্রায় ঘরবন্দি। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরেও বেরচ্ছেন না। কিন্তু এর মধ্যেই এক পাড়ায় রোজ সকালে সবাই মিলে পার্টি, নাচ-গান করছেন। সেই ছবি রোজ সোশ্যাল মিডিয়ায় পোস্টও হচ্ছে। যদিও তাঁদের এমন কাজে কেউ বাধাও দিচ্ছে না।
এলসা উইলিয়ামস নামে এক ব্রিটিশ লেখিকা, ইংল্যান্ডের উত্তর-পূর্বের একটি কাউন্টি এলাকায় থাকেন। তিনি গত ১০ দিন ধরে তাঁর টুইটার হ্যান্ডলে ভিডিয়ো পোস্ট করছেন। সেখানে দেখা যাচ্ছে, পাড়ার সবাই ঘর থেকে বেরিয়ে এসে, লাউড স্পিকারে চলা গানের তালে তালে নাচছেন।
এলসা লিখেছেন, প্রতিদিন সকাল এগারোটায় তাঁরা এই পার্টি করেন। প্রতিদিনের একটি করে ভিডিয়ো তিনি পোস্ট করেন টুইটারে। তাতে দেখা যাচ্ছে, সবাইকে বাড়ির বাইরে এসে এক সঙ্গে নাচছেন, পরস্পরের থেকে দূরত্ব বজায় রেখেই এই পার্টি করছেন। তবে নামেই পার্টি, সেখানে পানাহারের কোনও বন্দোবস্ত নেই, শুধুই দূরত্ব রেখে এক সঙ্গে নাচা, একটু আনন্দ করা।
আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে কী করবেন, ডুডলের মাধ্যমে জানাচ্ছে গুগল
আসলে বাড়িতে থাকার একঘেঁয়েমি কাটাতেই এই বন্দোবস্ত করেছেন তাঁরা। এতে সামাজিক দূরত্বও বজায় থাকল, আবার পার্টিও হয়ে গেল, সঙ্গে আবার শরীরচর্চাও।
আরও পড়ুন: মানসিক চাপ কমাতে নিরাপদে ঘরে বসে মারুন করোনা, সাহায্য করছেন ‘মোদী’
এলসা জানিয়েছেন, তাঁদের এমন উদ্যোগ বেশ কয়েকটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে। কিছু ভিডিয়োতে দেখাও যাচ্ছে রাস্তার ধারে তাঁদের এই পার্টির ছবি তুলতে কয়েকজন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
দেখুন সেই ভিডিয়ো:
Socially distant dancing on our road, day ten. Old and young joined in.#StayHomeSaveLives pic.twitter.com/TDMcWl5zMR
— Elsa Williams 🦇 (@elsalwilliams) April 3, 2020
Socially distant dancing on our road, day nine. Bit of @robbiewilliams to start the morning off. Stay safe, everyone.#StayHomeSavesLives pic.twitter.com/TsHi4xOUyu
— Elsa Williams 🦇 (@elsalwilliams) April 2, 2020
Socially distant dancing happens every day on our road at 11am during #lockdown. This was day seven.#Covid19 #StayHomeSaveLives pic.twitter.com/yBw2Q230CA
— Elsa Williams 🦇 (@elsalwilliams) March 31, 2020
Socially distant dancing happens every day on our road at 11am during #lockdown. It’s day six. A bit of Madness in the madness.#Covid19 #StayHomeSaveLives pic.twitter.com/YeQgYAEl2C
— Elsa Williams 🦇 (@elsalwilliams) March 30, 2020
Socially distant dancing happens every day on our road at 11am during #lockdown. We’ve made it to day five. Shoutout to the lady in her sunnies with her walking stick. #Covid19 #StayHomeSaveLives pic.twitter.com/4jBNY2uCre
— Elsa Williams 🦇 (@elsalwilliams) March 29, 2020
Day four of socially distant dancing in our road. Every day at 11am during lockdown. #Covid19 #CoronavirusLockdown #StayHomeSaveLives pic.twitter.com/zOBS1HqajE
— Elsa Williams 🦇 (@elsalwilliams) March 28, 2020
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy