এ ভাবেই ট্রেনারের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
সার্কাস চলাকালীন রক্তারক্তি কাণ্ড ইউক্রেনে। ছড়ি ঘোরানোয় বিরক্ত হয়ে ট্রেনারের উপরই ঝাঁপিয়ে পড়ল সিংহ। কামড় বসাল তাঁর কাঁধে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
ইউক্রেনের লুগাঙস্ক শহরে সম্প্রতি এই ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটেনের সংবাদ মাধ্যমডেইলি মেইল। তারা জানিয়েছে, হিংস্র জন্তুদের বশে আনায় নাম ডাক রয়েছেহামাদা কোতার। সার্কাসে খেলা দেখিয়ে বেড়ান তিনি। সম্প্রতি লুগাঙস্কে খেলা দেখাতে গিয়েছিলেন। কাঁটাতারের ঘেরাটোপে পাঁচ সিংহকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন তিনি।
কিন্তু পাঁচটির মধ্যে একটি সিংহ তাঁর নির্দেশ না মানলে, খেলার মাঝপথে বিপত্তি ঘটে। আচমকাই হামাদা কোতার উপর ঝাঁপিয়ে পড়ে ওই সিংহটি। তাঁর কাধে কামড় বসায়। ভার সামলাতে না পেরে মাটিতে পড়ে যান হামাদা। বেশ কিছু ক্ষণ ধস্তাধস্তির পর কোনও রকমে ধাক্কা দিয়ে সিংহটিকে সরিয়ে দিতে সক্ষম হন তিনি।
এই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: রহস্যে ঘেরা এই দ্বীপের বেশির ভাগ জীবের খোঁজ মেলে না আর কোথাও
তবে হামলার পরও খেলা দেখানো থামাননি হামাদা। রক্তাক্ত অবস্থায়ই ফের উঠে দাঁড়ান তিনি। শুধু তাই নয়, আতঙ্কিত দর্শককেও শান্ত হতে নির্দেশ দেন তিনি, যাতে চিত্কার-চেঁচামেচিতে ভয়ে পেয়ে ফের কোনও অঘটন না ঘটিয়ে ফেলে ওই সিংহটি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে পরে হামাদা জানান, “নতুন জায়গায় স্বাভাবিক হতে একটু সময় লাগে পশুদের। সার্কাস চলাকালীন অত লোক দেখে ঘাবড়ে গিয়েছিল সিংহটি। তাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে আমি চিন্তিত ছিলাম সার্কাস দেখতে আসা বাচ্চাদের নিয়ে। ওদের শান্ত করতেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়েছিলাম।”
আরও পড়ুন: কী ভাবে মাটির নীচে হাজার হাজার বছর ধরে ‘পাহারা’ দিচ্ছে চিনের টেরাকোটা সেনা, রহস্যভেদ বিজ্ঞানীদের
দীর্ঘদিন ধরেই বন্য পশুদের খাঁচায় বন্দি করে খেলা দেখানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে বিগ ক্যাট রেসকিউ এবং অ্যানিম্যাল ডিফেন্ডার্স ইন্টারন্যাশনালের মতো পশু কল্যাণ সংগঠনগুলি। এই ঘটনার পর ফের নতুন করে সরব হয়েছেন তাঁরা।
(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy