আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রিসমাস পালনের ছবি।- সংগৃহীত।
কাল, সোমবার ক্রিসমাস। তাই সাজো সাজো রব উঠেছে মহাকাশে!
নাচে, গানে, বাজনাবাদ্যি, খানাপিনায় রীতিমতো হইহই করে ক্রিসমাস পালিত হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। জানিয়েছে নাসা। এখন সেখানে রয়েছেন ‘এক্সপেডিশন-৫৪’-এর মহাকাশচারীরা। মাসতিনেক আগে তাঁরা গিয়েছেন মহাকাশে। তার পর থেকে চক্কর মেরেই চলেছেন পৃথিবীকে।
পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়েছেন যখন, তখন ক্রিসমাসের দিনেও তাঁদের চক্কর মারতে হবে আমাদের এই নীলাভ গ্রহটিকে। আর চক্কর মারতে মারতেই তাঁরা নাচে, গানে, খানাপিনায় পালন করবেন ক্রিসমাস। তাঁদের সেই উৎসব চলবে জানুয়ারির প্রথম দিনটি পর্যন্ত, জানিয়েছে নাসা।
মহাকাশে আগের বারের ক্রিসমাস পালনের ছবি: দেখুন ভিডিও
এর আগেও ক্রিসমাস পালিত হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেই পুরনো ক্রিসমাস পালনের ছবি হালে একটি ভিডিওয় প্রকাশ করেছে নাসা।
এ বার যাঁরা ক্রিসমাস পালন করবেন মহাকাশে, সেই ‘এক্সপেডিশন-৫৪’-এর মহাকাশচারীরা। দেখুন ভিডিও
আরও পড়ুন- আমাদের মতোই আরও একটা সৌরমণ্ডল আছে! জানাল নাসা
আরও পড়ুন- চাঁদে ফের নভশ্চর পাঠাবে আমেরিকা
সঙ্গে আরও একটি ভিডিও নাসা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মহাকাশ স্টেশনে থাকা ‘এক্সপেডিশন-৫৪’-র অভিযাত্রীদের।
ছবি ও ভিডিও সৌজন্যে: নাসা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy