Advertisement
৩০ অক্টোবর ২০২৪
International News

এক ঘুষিতে ২ বছরের শিশুকে মেরে ফেললেন মায়ের প্রেমিক!

কেনাকাটা নিয়ে প্রেমিকের সঙ্গে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই প্রেমিকার ২ বছরের ছেলেকে এক ঘুষিতে মেরে ফেললেন প্রেমিক! নিউ জার্সির ঘটনা।

মৃত সেই শিশু।

মৃত সেই শিশু।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১২:৪৩
Share: Save:

কেনাকাটা নিয়ে প্রেমিকের সঙ্গে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই প্রেমিকার ২ বছরের ছেলেকে এক ঘুষিতে মেরে ফেললেন প্রেমিক!

নিউ জার্সির ঘটনা।

ঠিক কী হয়েছিল?

পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে তাঁর প্রেমিকের ঝামেলা দেখে কাঁদতে শুরু করেছিল ২ বছরের জ্যামিল বাস্কারভিল জুনিয়র। সেটা সহ্য করতে পারেননি অভিযুক্ত জ্যাকারি ত্রিকোচে। ছোট্ট শিশুটিকে মাথার উপর হাত তুলতে বলেন তিনি। তার পরই আচমকা সজোরে পেটে ঘুষি মারেন। জ্যামিল ছিটকে দেওয়ালে গিয়ে পড়ে। তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় সে।

শিশুটির এই অবস্থা দেখে ৯১১-য় ফোন করে তার মা। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের কাছে ওই মহিলা তাঁর প্রেমিকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। উল্টে তিনি বলেছেন, তার ছেলে দুর্ঘটনার শিকার হওয়ার পর প্রেমিকই তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে চিকিত্সকেরা পরীক্ষা করার পর জানিয়ে দেন, শিশুটির পেটে খুব জোরে আঘাত করা হয়েছে। যার জেরে তার লিভার ফেটে গিয়ে শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে মহিলার প্রেমিককে।

আরও খবর...

ফের বিস্ফোরণে কাঁপল ব্রাসেলস

অন্য বিষয়গুলি:

New Jersey Child beaten to death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE