ডুবন্ত টাইটানিক থেকে অতলান্তিকের হিমশীতল জল। হিমাঙ্কের নীচে তাপমাত্রার সেই মহাসাগরেও তিনি যুঝেছিলেন তিন ঘণ্টা। তারপর খড়কুটোর মতো খুঁজে পেয়েছিলেন লাইফবোট। টাইটানিক জাহাজে বেকিংয়ের মূল দায়িত্বে থাকা চার্লস জোঘিনের জীবন হার মানাবে ছবির রোমহর্ষক চিত্রনাট্যকেও। ঐতিহাসিক ওই জাহাজডুবির ঘটনায় যে কয়েক জন মানুষ প্রাণে বেঁচেছিলেন, তিনি তাঁদের মধ্যে এক জন। অনেকের মতে, তিনি-ই শেষ ব্যক্তি, যিনি টাইটানিক থেকে ঝাঁপ দিয়েছিলেন নিকষ মহাসাগরে।