
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের দাদাগিরির বিরুদ্ধে ধীরে ধীরে মাথা তুলছে ইন্দোনেশিয়া। ড্রাগন নৌসেনার চোখ রাঙানি উড়িয়ে বিমানবাহী রণতরী নামানোর পরিকল্পনা রয়েছে তাদের। চলতি বছরের মাঝামাঝি ইন্দোনেশিয়ার যুদ্ধপোত সাগর কাঁপালে, বেজিঙের যে রক্তচাপ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তির ভরকেন্দ্রে টোল পড়ার আশঙ্কাও করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

ইটালীয় লড়াকু জেটের যুদ্ধপোত ‘আইটিএস জিউসেপ্পে গ্যারিবল্ডি’। শত্রুর বুকে কাঁপুনি ধরানো এই রণতরীটির নাম জানেন না, এমন নৌকমান্ডার পাওয়া দুর্লভ। রোমের অত্যাধুনিক যুদ্ধপোতটিই এ বার অধিগ্রহণ করতে চলেছে দুনিয়ার বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। জাকার্তা ফৌজ়ের এই সিদ্ধান্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করা হচ্ছে।