বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনে সায় নেই সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির। প্রস্তাবনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে একই বন্ধনীতে রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে তারা। এই বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি।
বাংলাদেশের সংবিধান সংশোধন প্রসঙ্গে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে একই বন্ধনীতে আনা হয়েছে। এটা সমীচীন নয়। সংবিধানের আগের প্রস্তাবনাই থাকা উচিত।” একই সঙ্গে তাঁর সংযোজন, “২০২৪-এর গণঅভ্যুত্থানকে সংবিধানের অন্য জায়গায় বা তফসিল অংশে রাখা যেতে পারে। সেটা আলোচনা করে করা যাবে।”
আরও পড়ুন:
গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে পথে নামেন পড়ুয়ারা। এই আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা ছাড়তে বাধ্য হন হাসিনা। বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান হন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। তার পর থেকেই বাংলাদেশে সংবিধান সংস্কারের দাবি ওঠে। ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিশন বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেই সব প্রস্তাব নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মতামত চেয়েছে ঐকমত্য কমিশন।