শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চিন কার্যত নিশ্চুপ। অথচ নীরব থেকেই ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা গলাচ্ছে বেজিং। ঢাকার রাজনৈতিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সে দেশের বিভিন্ন দলকে সহায়তার জন্য ঝাঁপি খুলে দিয়েছে চিন। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে বিএনপি-সহ বাংলাদেশের আটটি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বেজিংয়ে।
একদলীয় চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি-সহ আটটি রাজনৈতিক দলের নেতারা সোমবার বেজিংয় যাচ্ছেন। এই সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চার জন নেতাও রয়েছেন। আগামী বুধবার ওই দুই সংগঠন আনুষ্ঠানিক ভাবে একটি নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা করবে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, সোমবার রাত পৌনে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের উদ্দেশে যাত্রা করবে প্রতিনিধিদলটি।
আরও পড়ুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের পাঁচ জন নেতা রয়েছেন। এ ছাড়া নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় পিপলস পার্টি, জাতীয় ডেমোক্র্যাটিক মুভমেন্ট, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় দলের প্রতিনিধিরা রয়েছেন চিন সফরকারী দলে। পাশাপাশি এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষক মহম্মদ নাহিয়ান সাজ্জাদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনও প্রতিনিধিদলে রয়েছেন। রয়েছেন দুই সাংবাদিকও।