২১ জানুয়ারি ২০২৫
Make Calcutta Relevant Again

‘মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘মার্কেট নিউ ইয়ার্স এডিশন ২০২৫’

এই বছর ২২টির মতো কলকাতা কেন্দ্রিক বিভিন্ন ব্র্যান্ড, ফ্লি মার্কেটে তাদের সামগ্রী বিক্রি করেছে।

‘মার্কেট নিউ ইয়ার্স এডিশন ২০২৫’

‘মার্কেট নিউ ইয়ার্স এডিশন ২০২৫’

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৩:১৪
Share: Save:

আধুনিকতা এবং প্রযুক্তির ভিড়ে কি সত্যিই হারিয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্য? সর্বাঙ্গীণভাবে এই ব্যাখা সত্যি নয়। কারণ, কলকাতা হল শিল্প সংস্কৃতির শহর। কলকাতার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে নানা ধরনের ঐতিহ্য।

সেই সবকিছুকেই খুঁজে নিতে ‘মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন’ আয়োজন করেছিল ‘মার্কেট নিউ ইয়ার্স এডিশন ২০২৫’।

তিলোত্তমার বুকে হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই ‘মার্কেট নিউ ইয়ার্স এডিশন ২০২৫’-এর আয়োজন করা হয়েছিল।

গত ১৮ এবং ১৯ জানুয়ারি অফবিট সিসিইউ-তে এটি অনুষ্ঠিত হয়। এখানে একটি ফ্লি মার্কেটের আয়োজন করা হয়েছিল।

যেখানে ছিল কলকাতার বিভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ধরনের সামগ্রী। গয়না, সুগন্ধি, চামড়ার দ্রব্য, ঘর সাজানোর টুকিটাকি, চকোলেট, মোমো-সহ হরেক রকম আকর্ষণীয় জিনিস ছিল এই দু’দিনের বাজারে।

এ এক অন্য রকম অভিজ্ঞতা। যেখানে নানাবিধ জিনিসের সম্ভারে, শহরটাকে তার ঐতিহ্যের সঙ্গে নতুন করে উদ্‌যাপন করা হয়েছে।

শুধু তাই নয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার। তাঁদের আসন্ন সিনেমা ‘অমরসঙ্গী’ ছবির প্রচারের শামিল হবেন তাঁরা। এ ছাড়াও ছিলেন বাংলা ছবির নামী তারকাদের সমাবেশ। ছিলেন বড়পর্দার আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে ছোটপর্দার নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং বাংলার জনপ্রিয় নেটপ্রভাবীরা।

পাশাপাশি বিনোদনের জন্য ছিল লাইভ মিউজ়িক, সঙ্গে ‘কাহন সার্কলস’-এর সুরেলা ছন্দ। উপস্থিত ছিলেন ‘গাপ্পু’। এ শহরেরই তিনি এই স্টার্টআপটি কাহন বাদ্যযন্ত্র বানায়।

ক্যাম্পেন কোঅর্ডিনেটর মেধা মল্লিকের জানিয়েছেন, এই বছর ২২টির মতো কলকাতা কেন্দ্রিক বিভিন্ন ব্র্যান্ড, ফ্লি মার্কেটে তাদের সামগ্রী বিক্রি করেছে।

এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।

অন্য বিষয়গুলি:

MRKT New Years Edition 2025 market Event
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy