ব্যাঙ্ককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন। শুক্রবার এই দাবি করেছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম!
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’তে শফিকুল বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলি বিষয় রয়েছে, তার সব ক’টি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব ক’টি বিষয়ই আলোচনায় তুলেছেন। আলোচনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যে সব উস্কানিমূলক মন্তব্য করেছেন সে প্রসঙ্গ, সীমান্ত-হত্যা বন্ধ, গঙ্গাজল চুক্তির পুনর্নবীকরণ এবং তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষনেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।’’
আরও পড়ুন:
গত ৫ অগস্ট গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। সেই থেকে আওয়ামী লীগ নেত্রী ভারতেই রয়েছেন, যা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদাধিকারীরা নয়াদিল্লিকে নিশানা করেছেন। গত ডিসেম্বরে হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল ঢাকা। গত মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ়কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্বে খুনের অভিযোগ-সহ মানবতা-বিরোধী একাধিক মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে হাসিনার সশরীরে উপস্থিতির জন্য বিচারপ্রক্রিয়া আটকে থাকবে না জানিয়ে তিনি বলেছিলেন, ‘‘হাসিনা বাংলাদেশে থাকুন বা না থাকুন, উনি ভারতে থাকা অবস্থাতেও আমরা বিচারপ্রক্রিয়া শুরু করে দিতে পারি।’’