আমেরিকাকে ‘পাল্টা শুল্ক’ চাপানোর সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখতে অনুরোধ করল বাংলাদেশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সোমবার এই মর্মে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ট্রাম্পের নয়া শুল্কনীতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ইউনূস।
বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই চিঠির কথা জানিয়েছেন। বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যকে শুল্কের উপর সুবিধা দেওয়া হবে বলে ওই চিঠিতে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন ইউনূস। বাংলাদেশে যে সব পণ্য আমেরিকা বেশি রফতানি করে, তার মধ্যে রয়েছে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সামগ্রী। প্রথম আলো অনুসারে, এগুলির উপর বাংলাদেশে ৫০ শতাংশ শুল্ক কমানোর কথা বলেছেন ইউনূস।
পাশাপাশি বাংলাদেশ যে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মসৃণ করতে আগ্রহী, তা-ও আমেরিকাকে পাঠানো চিঠিতে বুঝিয়েছে বাংলাদেশ। ট্রাম্পকে ইউনূস লিখেছেন, বাংলাদেশে মার্কিন রফতানি বৃদ্ধির প্রসঙ্গে আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁর প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা। তুলো, গম, ভুট্টা, সয়াবিন-সহ আমেরিকার বিভিন্ন কৃষিজ পণ্য আরও বেশি পরিমাণে আমদানি করতে চায় বাংলাদেশ, সে কথাও চিঠিতে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম রবিবারই জানিয়েছিলেন, আমেরিকাকে দু’টি চিঠি পাঠাবে বাংলাদেশ। তার মধ্যে একটি চিঠি ইউনূস পাঠাবেন ট্রাম্পকে। অন্যটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক থেকে পাঠানো হবে আমেরিকার বাণিজ্য দফতরে। যদিও দ্বিতীয় চিঠিতে কী বলা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।