এ দেশের পাশাপাশি পাকিস্তানেও বলিউডের গান বেশ জনপ্রিয়। এ বার সেই গানের উপর নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এল সেখানে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নির্দেশ জারি করা হয়েছে, এখন থেকে বলিউডের কোনও গান চালানো যাবে না। গান গাওয়াও যাবে না। এমনকি বলিউডের গানের সঙ্গে নাচাও নিষিদ্ধ। সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজগুলিকে এমনই নির্দেশ দিয়েছে পঞ্জাব প্রদেশের মরিয়ম নওয়াজ সরকার। এ বিষয়ে কলেজগুলিকে সতর্কবার্তা দিয়ে নোটিসও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কলেজগুলিতে ‘অনৈতিক এবং অশ্লীল’ গতিবিধি বন্ধ করতে হবে। ‘আপত্তিজনক’ পোশাক পরে নৃত্য এবং ভারতীয় কোনও গান বাজানো যাবে না। গাওয়া যাবে না বলিউডের কোনও গানও। ১৪ মার্চ থেকে কলেজগুলিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচমকা এই ধরনের নির্দেশে পঞ্জাব প্রদেশের কলেজপড়ুয়াদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন:
পাকিস্তানে বলিউড ছবি এবং গান বেশ জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মুখে মুখে ঘোরে বলিউডের গান। আচমকা বলিউডের গানের উপর নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনাও শুরু হয়ে গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।