Advertisement
০৩ নভেম্বর ২০২৪

রক্তে আঁকা ডায়ানার ছবি

ব্রিটিশ শিল্পী কনর কলিন্স খুব সম্প্রতি ছবিটি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। তার পর থেকেই চলছে লাইক-শেয়ারের বন্যা।

এইচআইভি পজিটিভ মানুষের রক্ত দিয়ে আঁকা হয়েছে এই ছবি।

এইচআইভি পজিটিভ মানুষের রক্ত দিয়ে আঁকা হয়েছে এই ছবি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০২:১৮
Share: Save:

লাল-কালো আর সাদা গুঁড়োয় আঁকা ডায়ানা। ব্রিটেনের প্রয়াত যুবরানির এই ছবি গত কয়েক দিন ধরে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ব্রিটিশ শিল্পী কনর কলিন্স খুব সম্প্রতি ছবিটি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। তার পর থেকেই চলছে লাইক-শেয়ারের বন্যা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি এঁকে বিতর্কে জড়িয়েছিলেন কলিন্স। ছবিতে ট্রাম্পকে বদমেজাজি আখ্যা দিয়েছিলেন শিল্পী। তবে এ বারের ছবিটিতে রয়েছে অন্য বিশেষত্ব। রক্ত আর হিরের গুঁড়ো মিশিয়ে ছবিটি এঁকেছেন শিল্পী। সেই রক্ত হল বেশ কয়েক জন এইচআইভি পজিটিভ মানুষের। এই রোগে আক্রান্তদের প্রতি সমাজের উপেক্ষা আর ঘৃণার দৃষ্টিকোণ বদলাতেই শিল্পীর এই উদ্যোগ। যে উদ্যোগ বহু বছর আগে নিতে দেখা গিয়েছিল ডায়ানাকে।

টুইটারে কলিন্স লিখেছেন, ১৯৮৭ সালে লন্ডনের এক হাসপাতালে এক জন এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে ধরে সারা বিশ্বকে বার্তা দিতে চেয়েছিলেন ডায়ানা। এত বছর পরে সেই বার্তাই নতুন করে দিতে চেয়েছেন কলিন্স।

অন্য বিষয়গুলি:

Princess Diana Picture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE