ইউনাইটেড এয়ারলাইন্সের সেই বিমান।
কিশোরীর প্রতি অশালীন আচরণ করার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন এক ভারতীয় চিকিৎসক। ধৃতের নাম বিজয়কুমার কৃষ্ণাপ্পা।
অভিযোগ, গত ২৩ জুলাই সিয়াটল থেকে নিউ জার্সিগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে পাশের সিটে বসা ১৬ বছর বয়সী এক কিশোরীর শরীরে তিনি হাত দিয়েছিলেন। তাঁর হাতের ছোঁয়াতেই ঘুম ভেঙে যায় ওই মার্কিন কিশোরীর। ঘটনাটি তিনি জানান বিমানের ক্রু’দের। তাঁর বসার সিটটি বদলে দেওয়ার অনুরোধ জানান। তার পর তাঁর বসার সিটটি বদলে দেওয়া হয়।
ওই কিশোরীর আইনজীবী জানিয়েছেন, বিমানটি নিওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পরেই ওই কিশোরী তাঁর বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান। সেই সময়েই বিমানবন্দর ছেড়ে পালিয়ে যান ওই ভারতীয় চিকিৎসক। পরে ওই কিশোরীর পরিবারের তরফে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন- হিরোশিমায় বোমা পড়েছে, ছুটিতে বসে শুনলেন আইনস্টাইন
আরও পড়ুন- ক্ষতিপূরণ দিতে ২৪ বছর, বৃদ্ধার কাছে দুঃখপ্রকাশ আদালতের
পরে এফবিআই ওই ভারতীয় চিকিৎসককে গ্রেফতার করে। তাঁকে আদালতে তোলা হয়। জামিনে অবশ্য ছাড়া পেয়েছেন ওই ভারতীয় চিকিৎসক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy