এক অনুষ্ঠানে ‘ঈগলস অফ ডেথ মেটাল’ ব্যান্ডের সদস্যরা। ছবি: টুইটার।
শুক্রবার রাত। প্যারিসের শতাব্দী প্রাচীন বাতাক্লাঁ থিয়েটারে তাঁদের সুরের মায়াজালে বন্দি ছিলেন সমস্ত শ্রোতা। কিছু ক্ষণ পরে অবশ্য ছবিটা আমুল বদলে যায়। তিন জঙ্গির অটোমেটিক রাইফেলের গুলি কেড়ে নেয় তরতাজা ৮৭টি প্রাণ। চিন্তা ছিল মার্কিন রক ব্যান্ড ‘ঈগলস অফ ডেথ মেটাল’-এর সদস্যদের নিয়ে। খারাপ কিছু হয়েছে বলেই আশঙ্কা করছিলেন সকলে। তাঁদের আশ্বস্ত করে এক সদস্যের আত্মীয় জানিয়েছেন, সব সদস্যই সুস্থ আছে। হামলায় তাঁদের কিছু হয়নি। নিক আলেকজান্ডার বলে ব্যান্ডের কাজে সাহায্যকারী এক ব্যক্তির মৃত্যু হয়। বছর ছত্রিশের নিক ব্যান্ডটির ইউরোপ ট্যুরের জন্য ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
এই সংক্রান্ত আরও খবর...
সিরিয়ায় আইএস ঘাঁটিতে বিমান হানা ফ্রান্সের
সিরিয়াতেই বসেই প্যারিস হামলার ছক, মৃতের সংখ্যা বেড়ে ১৩২
আত্মঘাতী জঙ্গির ভাই সালাহকে খুঁজছে পুলিশ
স্টেজে উঠে কেঁদে ফেললেন ম্যাডোনা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy