—প্রতীকী ছবি।
বিমান ধরার জন্য যথা সময়েই বিমানবন্দরে পৌঁছেছিলেন তাঁরা। নির্দিষ্ট দরজা দিয়ে বোর্ডিং করার সময় নিয়মমতো সঙ্গে থাকা মালপত্র স্ক্যানিংও করান। কিন্তু গোল বাধে ওই সময়েই। স্ক্যান করতে গিয়েই নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হয় কিছু একটা অস্বাভাবিক রয়েছে ওই বৃদ্ধ চিনা দম্পতির ব্যাগে। সঙ্গে সঙ্গেই ওই ব্যাগ খুলে পরীক্ষা শুরু করেন নিরাপত্তারক্ষীরা। ব্যাগ খুলতেই পিলে চমকে যাওয়ার জোগাড়। ব্যাগের মধ্যে থেকে তখন বেরিয়ে আসতে শুরু করেছে শয়ে শয়ে জ্যান্ত আরশোলা! কিলবিল করতে করতে তা ছেয়ে যাচ্ছে বিমানবন্দরের ঝাঁ চকচকে মেঝেতে।
আরও পড়ুন: মাঝ আকাশে যৌন হেনস্থা মার্ক জুকেরবার্গের বোনকে
আরও পড়ুন: হাত দিতেই আলগা হয়ে খুলে এল বিমানের জানলা! দেখুন ভিডিও
ঘটনাটি ঘটেছে চিনের গুয়াংডং প্রদেশের বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু কেন হঠাৎ ব্যাগের মধ্যে এত আরশোলা বোঝাই করে নিয়ে সফর করছিলেন ওই দম্পতি? জিজ্ঞাসাবাদ করার পর ওই ভদ্রলোক জানান, এক ধরনের ত্বকের অসুখে ভুগছেন তাঁর স্ত্রী। সেই অসুখের চিকিৎসা করানোর জন্য ওই আরশোলাগুলি তাঁদের প্রয়োজন হয়। এক ধরনের ক্রিমের মধ্যে আরশোলা মিশিয়ে ত্বকে লাগান তাঁর স্ত্রী। সেই জন্যই নাকি ওই আরশোলাগুলি নিয়ে সফর করছিলেন তাঁরা।
তবে কী ধরনের ত্বকের সমস্যায় ভুগছেন তাঁ স্ত্রী, তা জানাতে অস্বীকার করেন ওই ব্যক্তি।
বিমানবন্দর সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত আরশোলা বোঝাই ওই ব্যাগ নিয়ে সফর করতে দেওয়া হয়নি দম্পতিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy