Advertisement
২৪ নভেম্বর ২০২৪

ইস্তানবুলের পর কাবুল! তালিবান মানববোমায় হত অন্তত ৪০

আবার বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। তালিবান ‘মানববোমা’য় প্রাণ হারালেন সাধারণ নাগরিক সহ অন্তত ৪০ জন পুলিশকর্মী। জখম হয়েছেন বহু। বিস্ফোরণে পুলিশের দু’টি ট্রাকই ভস্মীভূত হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১৫:২০
Share: Save:

আবার বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল।

তালিবান ‘মানববোমা’য় প্রাণ হারালেন সাধারণ নাগরিক সহ অন্তত ৪০ জন পুলিশকর্মী। জখম হয়েছেন বহু। বিস্ফোরণে পুলিশের দু’টি ট্রাকই ভস্মীভূত হয়েছে।

আফগানিস্তানের পাঘমান প্রদেশের গভর্নর হাজি মহম্মদ মুসা খান সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দু’টি ট্রাকে চেপে যখন পাঘমান থেকে কাবুলে ফিরছিল আফগান পুলিশের একটি বাহিনী, তখন আচমকাই রাস্তার পাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে তার ওপর চড়াও হয় তালিবান ‘মানববোমা’রা। তারা সংখ্যায় জনাতিনেক ছিল বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি অনুষ্ঠানে যোগ দিতেই পুলিশকর্মীরা গিয়েছিলেন পাঘমান প্রদেশে।

পরে আফগান পুলিশের তরফে জানানো হয়েছে, আরও অন্তত জনাপঞ্চাশেক মানুষ জখম হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিকও। নিহতদের মধ্যে রয়েছেন কয়েক জন নেপালিও। তাঁরা পাশেই কানাডার দূতাবাসের নিরাপত্তারক্ষী ছিলেন। কর্মসূত্রে তাঁরা বেশ কয়েক বছর হল নেপাল ছেড়ে চলে এসেছিলেন আফগানিস্তানে।

আরও পড়ুন- মানববোমায় রক্তাক্ত তুরস্কের বিমানবন্দর

অন্য বিষয়গুলি:

Afghanistan: Bombers 'kill up to 40' cadets near Kabul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy