জেনি সানতোস।
টুপি ধরতে গিয়ে পা পিছলে এসক্যালেটর থেকে পড়ে মৃত্যু হল ২৯ বছরের জেনি সানতোসের। জেনি নিউ জার্সির বাসিন্দা। শনিবার ভোর সাড়ে পাঁচটায় দুর্ঘটনাটি ঘটেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অকুলাস শপিং মলে। দুই যমজ মেয়েকে নিয়ে ওই দিন শপিং মলে গিয়েছিলেন জেনি।
নিউ ইয়র্ক পুলিশ সূত্রের খবর, ৪৫ ফুট উঁচু থেকে নীচে পড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে জেনির। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চোখের সামনে মাকে এই ভাবে উপর থেকে পড়তে দেখায় তাঁর দুই মেয়ের মনের উপরও যথেষ্ট প্রভাব পড়েছে। ওই হাসপাতালে তাঁদেরও চিকিৎসা চলছে।
ওই দিন যমজ দুই মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন জেনি। এসক্যালেটরে করে উপরের তলায় উঠছিলেন। তখনই দুই মেয়ের একজন হাতে থাকা ওই টুপিটা ছুড়ে নীচে ফেলে দেয়। তা ধরতে গিয়েই এসক্যালেটরের রেলিং টপকে নীচে পড়ে যান তিনি।
এখান থেকেই পড়ে মৃত্যু হয়েছে জেনির
আরও পড়ুন: ‘বাড়িতেই ট্রাঙ্কে স্বামীর দেহ রয়েছে, দুঃস্বপ্নেও ভাবিনি!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy