Advertisement
৩০ অক্টোবর ২০২৪
International news

স্টকহোমে ফুটপাথে উঠে পড়ল লরি, মৃত অন্তত ৩

ফের গাড়ি হামলা ইউরোপে। দ্রুত গতিতে ফুটপাথে উঠে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। জখম একাধিক। শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে স্টকহোমে।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ২০:৩৫
Share: Save:

ফের গাড়ি হামলা ইউরোপে। দ্রুত গতিতে ফুটপাথে উঠে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। জখম একাধিক। শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে স্টকহোমে। হামলার ধরন দেখে এই ঘটনাকে সন্ত্রাস হামলা বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লফভেন। তবে এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ সূত্রে খবর, এ দিন একটি গাড়ি আচমকাই দিক বদলে স্টকহমের ফুটপাথে উঠে পড়ে। ফুটপাথের উপরে থাকা একটি দোকানে ধাক্কা মারে লরিটি।

আরও পড়ুন: হঠাৎই বিপরীত হাওয়া, সিরিয়ায় ‘মুখোমুখি সমরে’ আমেরিকা আর রাশিয়া

এক প্রত্যক্ষদর্শী জন গ্রানরথ বলেন, ‘‘পাশের একটি জুতোর দোকানে ছিলাম। হঠাৎই বিকট শব্দ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি যে যার মতো ছুটে পালাচ্ছেন। পাশের একটি দোকানে ধাক্কা মারায় দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে একটি লরি।’’

অন্য বিষয়গুলি:

Stockholm Car accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE