মিছিল কাবুলের রাস্তায়।
ন’বছরের একটি মেয়ের শিরশ্ছেদের ঘটনা উত্তাল করে দিল গোটা কাবুল। গত সপ্তাহে ওই শিশুটি ছাড়াও আরও ছয় জনের মুণ্ডু কেটে নিয়েছে জঙ্গিরা। কাটা হয়েছে দুই মহিলার মাথাও। অভিযোগের আঙুল উঠেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দিকে।
কফিনে রাখা সেই সব মুণ্ডহীন দেহ নিয়ে আজ চার ঘণ্টা ধরে কাবুলের রাস্তায় মিছিলে হাঁটলেন কয়েক হাজার মানুষ! প্রতিবাদে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, মাথা কাটা অবস্থায় মোট সাত জনের দেহের হদিশ মিলেছিল গত সপ্তাহে, দক্ষিণ আফগানিস্তানের মফস্বল শহর জাবুলে। যাঁদের মাথা কাটা হয়েছে, তাঁরা সকলেই হাজারা উপজাতি সম্প্রদায়ের মানুষ। তবে ন’বছরের শিশু শুকরিয়ার শিরশ্ছেদের ঘটনাই এ দিন বহু মানুষকে মিছিলে সামিল করেছে।
প্রতিবাদী মিছিলে আফগান প্রশাসন তো বটেই, তালিবান, এমনকী পাকিস্তানের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, ইসলামাবাদও জঙ্গিদের গোপনে মদত দিচ্ছে। মিছিল গিয়ে পৌঁছয় প্রেসিডেন্টের প্রাসাদের কিছুটা দূরে। কোনও কোনও বিক্ষোভকারী প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকার চেষ্টা করলে, পুলিশ তাদের হটিয়ে দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy