কৃষক ও শ্রমিকদের দাবি নিয়ে সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা করেছিল কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন। এ বার শিল্প ও কর্মসংস্থানের দাবি নিয়ে বাইক-যাত্রা করছে সিপিএমের যুব সংগঠন। আসানসোল থেকে আজ, বৃহস্পতিবার প্রায় ৬০০ বাইক নিয়ে নবান্নের কাছে পৌঁছবেন ডিওয়াইএফআই কর্মীরা। রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান, আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের বার্ন স্ট্যান্ডার্ড, দুর্গাপুর কেমিক্যালস, হিন্দুস্তান কেবল্স-এর মতো কারখানার পুনরুজ্জীবনের দাবি জানানোর জন্য মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন তাঁরা। নবান্ন অবশ্য এখনও সময় দেয়নি। বাইক-যাত্রা নবান্নের কাছাকাছি আসার পরে আজ সমাবেশ করার কথা ডিওয়াইএফআইয়ের। সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের বক্তব্য, ‘‘পুলিশ যদি সভা করতেও বাধা দেয়, তা হলে রাস্তায় বসে পড়তে হবে আমাদের! অবস্থা বুঝে ব্যবস্থা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy