বিজয় মাল্য। —ফাইল চিত্র।
দেশ ছাড়ার আগে ঋণখেলাপি শিল্পপতি বিজয় মাল্যের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সাক্ষাতের দাবি নিয়ে রাজনীতি তোলপাড়। কিন্তু নানা প্রশ্নে বিজেপি-বিরোধিতার কথা বললেও এই পর্বে কেন তৃণমূল নীরব, তা নিয়ে সরব হল কংগ্রেস। দলের সাংসদ ও বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য শুক্রবার বলেন, ‘‘বিজেপি শুধু সাম্প্রদায়িক দলই নয়, তারা নানা কেলেঙ্কারিতে নিমজ্জিত। রাফাল-দুর্নীতি নিয়ে এত প্রতিবাদ হচ্ছে। কিন্তু তৃণমূলের কোনও প্রতিবাদ নেই।
এখন জেটলি-মাল্যের সাক্ষাৎ নিয়ে সব বিরোধীরা সরব হয়েছে, প্রতিবাদ করছে। তৃণমূল নেত্রী কেন তাঁদের অবস্থান জানাচ্ছেন না?’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নানের অভিযোগ, ‘‘তৃণমূল দু’দিক রক্ষা করে চলছে। লোকসভা ভোটের পরে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কাউকে সামনে রেখে বিজেপি সরকার গড়লে তৃণমূল তাকে সমর্থন করবে না, তার কোনও নিশ্চয়তা আছে?’’
কংগ্রেস যে দিন এমন প্রশ্ন তুলছে, সে দিনই একটি অনুষ্ঠানের শেষে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কালো টাকা উদ্ধারে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন। কিন্তু তিনি জেটলি বা মাল্যের নাম করেননি। পার্থবাবু বলেন, ‘‘হাজার হাজার টাকা নিয়ে নীরব মোদীরা পালিয়ে গেলেন। কালো টাকা উদ্ধার হলই না! বরং এঁরা সব বিদেশে পালিয়ে গেলেন। এটাই সব চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy