Advertisement
০২ নভেম্বর ২০২৪
partha chatterjee

সম্পাদককে সিবিআই জেরার খবর তৃণমূলের মুখপত্রে, তবে ‘জেরা’ নয়, ‘প্রশ্নোত্তর’

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআইয়ের মুখোমুখি হওয়া নিয়ে বুধবারই দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন আইন আইনের পথে চলবে।

পার্থ চট্টোপাধ্য়ায়।

পার্থ চট্টোপাধ্য়ায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১০:৪৫
Share: Save:

জেরা নয়, প্রশ্নোত্তর পর্ব— তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা নিয়ে এ কথাই লিখল দলের মুখপত্র। যে পত্রিকার সম্পাদক পার্থ নিজেই।

শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় বুধবারই পার্থকে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। পার্থর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার আর্জিও জানায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমনকি, সিবিআই দফতরে সময়ে না পৌঁছলে রাজ্যের শিল্পমন্ত্রীকে সিবিআই হেফাজতে নিতে পারবে বলেও জানিয়ে দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে দলীয় মুখপত্রে তা নিয়ে একটি শব্দও লেখা হয়নি। বদলে মুখপত্রের ভিতরের পাতার খবরে লেখা হয়েছে, ‘দিনভর কলকাতা হাই কোর্টের নানা আইনি প্রক্রিয়ার পর বিকেলে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান পার্থবাবু।’

সিবিআই সূত্রে খবর ছিল, পার্থর জন্য প্রশ্নমালা প্রস্তুত করে রাখা ছিল আগে থেকেই। এসএসসি-র ৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি, নিয়োগের প্যানেল গঠন, প্রার্থী পিছু কত টাকা করে নেওয়া হয়েছে? এই সমস্ত প্রশ্নও ছিল তালিকায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে গাড়িতে উঠে বেরিয়ে যান শিল্পমন্ত্রী। তৃণমূল মুখপত্র অবশ্য লিখেছে, জেরা নয়, ‘শিক্ষক নিয়োগ বিতর্কে প্রাক্তন শিক্ষামন্ত্রী সিবিআইয়ের প্রশ্নের উত্তর দিলেন। বুধবার নিজাম প্যালেসে যান। ঘণ্টা তিনেক সেখানে ছিলেন।’

তবে মুখপত্রের এই খবরে প্রশ্ন উঠেছে অন্য একটি বিষয়েও। রাজনৈতিক মহলের একাংশ বলছে, দলের মুখপত্র এবং দলীয় মুখপাত্রের বক্তব্য মিলছে না! বুধবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, অন্যের ভুলে যদি ছাত্র-ছাত্রীদের ক্ষতি হয়, তবে তার জন্য গোটা দলকে দায়ী করা ঠিক হবে না। এ ব্যাপারে আইন আইনের কাজ করবে। কুণাল নাম না করলেও তাঁর মন্তব্যে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা হয়েছিল, এসএসসি দুর্নীতির ঘটনায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘দূরত্ব’ রাখছে দল। ফলে নজর ছিল দলের মুখপত্রে এ ব্যাপারে কী লেখা হয়, তা জানার জন্যও। বৃহস্পতিবার তৃণমূলের মুখপত্রে দেখা গেল, পার্থর সিবিআইয়ের মুখোমুখি হওয়া প্রসঙ্গে লেখা হয়েছে, ‘জ্ঞানত তিনি কোনও ভুল কাজে প্রশ্রয় দেননি।’ এমনকি এ-ও বলা হয়েছে, ‘বিভিন্ন দফতরের কাজ সামলে এসএসসি-র মতো স্বশাসিত সংস্থা কী করছে, তা দেখা তাঁর পক্ষে সম্ভব ছিল না।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE