রাজ্যে সম্প্রীতির বাতাবরণ রক্ষার তাগিদে কলকাতায় মিছিলের ডাক দিয়েছেন বিশিষ্ট জনেরা। শঙ্খ ঘোষ, পবিত্র সরকার, নবনীতা দেবসেনেরা বিবৃতি দিয়ে যে আহ্বান জানিয়েছেন, তাকে মঙ্গলবার সমর্থন করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। আর তার পাশাপাশিই আজ, বুধবার কলকাতা প্রেস ক্লাবে সম্প্রীতি রক্ষায় সভা ও সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন শুভাপ্রসন্ন, সুবোধ সরকারেরা। অনেকের মতে, আগামী ৮ এপ্রিল যাঁরা মিছিলের ডাক দিয়েছেন, তাঁরা সম্প্রীতির বাতাবরণ নষ্টের জন্য বিজেপি-আরএসএসের পাশাপাশি তৃণমূলকেও দায়ী করেছেন। তাই দ্রুত আসরে নামছেন শাসক শিবিরের ঘনিষ্ঠ বিদ্বজ্জনেরা। ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ৮ তারিখের মিছিলকে মঙ্গলবার সমর্থন করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি জানিয়েছেন, রাজনৈতিক ঝান্ডা ছাড়া তাঁরা মিছিলের পিছনের দিকে থাকবেন। বিমানবাবুর বক্তব্য, এই ধরনের উদ্যোগের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করার দরকার হয় না। শান্তিপ্রিয় সব মানুষেরই এমন উদ্যোগে সামিল হওয়া উচিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy